Advertisement
Advertisement

ভারতের স্বাধীনতা দিবসে শামিল ওপার বাংলাও, উৎসবের মেজাজ ঢাকায়

তেরঙ্গা উত্তোলনে করে সাড়ম্বরে পালিত হল দিনটি৷

Bangladesh celebrate Indian Independence day
Published by: Tanujit Das
  • Posted:August 15, 2018 8:31 pm
  • Updated:August 15, 2018 8:31 pm

সুকুমার সরকার, ঢাকা: ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠল প্রতিবেশী বাংলাদেশেও৷ পতাকা উত্তোলন থেকে, শ্রদ্ধাজ্ঞাপন সে দেশেও যথাযথ মর্যাদায় উদযাপিত হল পরাধীনতার শিকল থেকে ভারতীয়দের মুক্তির দিনটি৷ পাশাপাশি, শ্রদ্ধার সঙ্গে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন৷ তাঁর পরিবারের সদস্যদেরও স্মরণ করা হয়৷

[বছর ঘুরলেও অধরা দেশে ফেরার স্বপ্ন, শঙ্কিত রোহিঙ্গারা  ]

Advertisement

বুধবার, ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ সূচনা করেন সে দেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের আধিকারিক, কর্মচারী ছাড়াও ঢাকায় বসবাসকারী ভারতীয়রা৷ পতাকা উত্তোলনের পর সেখানে উপস্থিত অতিথিদের শোনানো হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জাতির উদ্দেশে দেওয়া ভাষণও৷ এছাড়া পেশ করা হয়, দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা৷

[বানচাল নাশকতার ছক, বাংলাদেশে গ্রেপ্তার ৪ জেএমবি জেহাদি]

পাশাপাশি, বিনম্র শ্রদ্ধা ও গভীর শোকের আবহে বাংলাদেশে পালিত হল জাতির জনক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী৷ স্মরণ করা হয় তাঁর পরিবারের সদস্যদেরও৷ ঢাকার ধানমুন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা করেন তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement