Advertisement
Advertisement
Bangladesh

যাত্রীবাহী বাসে হামলা, বাংলাদেশে ‘আগুন সন্ত্রাস’ বিএনপি-র

বিরোধী দল বিএনপি-র অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ।

Bangladesh: Bus set on fire by miscreants | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 2, 2023 9:07 am
  • Updated:November 2, 2023 9:10 am  

সুকুমার সরকার, ঢাকা: বিরোধী দল বিএনপি-র অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। হাসিনা সরকারকে কোণঠাসা করতে এবার ‘আগুন সন্ত্রাস’ শুরু করেছে খালেদা জিয়ার দলটি। আতঙ্ক ছড়াতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

প্রশাসন সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ উত্তরার আজমপুর এলাকার উড়ালপুলের নিচে একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল বিভাগের আধিকারিক রাশেদ বিন খালেদ স্থানীয় সংবাদমাধ্যমে জানান, পরিস্থান পরিবহণ নামের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে খালেদা জিয়ার দল বিএনপি-র হাত রয়েছে বলে অভিযোগ। বলে রাখা ভালো, বিএনপি-র ডাকা টানা তিনদিনের অবরোধের শেষ দিন আজ। গত দুদিন অবরোধ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Advertisement

[আরও পড়ুন: মৈত্রী এক্সপ্রেসে বোমা হামলা, বিএনপি-র অবরোধে উত্তপ্ত বাংলাদেশ]

উল্লেখ্য, বুধবার পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেসে ককটেল বোমা হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানেও অভিযোগের তির ছিল বিরোধীদের দিকেই। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-র মহাসমাবেশ ঘিরে হিংসার পর গত রবিবার গোটা দেশে হরতালের ডাক দেয় দলটি। এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথ-সহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। টানা তিনদিনের অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি।

প্রসঙ্গত, ২০১৩ সালেও বাংলাদেশ জুড়ে হিংস্র আন্দোলন চালিয়েছিল বিএনপি। বিরোধী দলটির কর্মীদের ছোঁড়া পেট্রল বোমায় অন্তত ৫০০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। জখম হয়েছিলেন তিন হাজারও বেশি। সেই প্রসঙ্গ তুলে আগেও বিএনপিকে তুলোধোনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা। সবমিলিয়ে, প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে দেশে কোনও ধরনের হিংসার ঘটনা হলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

[আরও পড়ুন: বিএনপির অবরোধ শুরু হতেই মৃত্যু, পুলিশের গুলিতে নিহত ২, জখম ‍পুলিশ-সহ শতাধিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement