Advertisement
Advertisement

প্রয়াত বাংলাদেশি রক মিউজিকের প্রাণপুরুষ আয়ুব বাচ্চু

এক যুগের অবসান।

Ayub Bachchu, who popularised rock music in Bangladesh passes away
Published by: Monishankar Choudhury
  • Posted:October 18, 2018 11:35 am
  • Updated:October 18, 2018 11:35 am  

সুকুমার সরকার, ঢাকা: প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আয়ুব বাচ্চু৷ বৃহস্পতিবার, রাজধানী ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর৷     

[‘নাম শুনে মনে হচ্ছে না হিন্দু’, গরবা অনুষ্ঠানে ঢুকতে বাধা ভারতীয় গবেষককে]            

Advertisement

এদিন সকাল ৯ টা মিনিট নাগাদ, নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাচ্চু৷ অজ্ঞান অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা৷ বাংলাদেশে ‘রক মিউজিক’-এর জনপ্রিয়তা বাড়িয়ে তোলায় তাঁর অবদান অপরিসীম৷ শুধু গায়ক হিসেবে নয়, বাংলাদেশের সেরা গিটারিস্টদের মধ্যে ছিলেন তিনি৷ ‘কষ্ট পেতে ভালবাসি’ গানটির সঙ্গেই সঙ্গীত অনুরাগীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেন তিনি৷ গিটারিস্ট বাচ্চুর ছবি অনেকেরই দেওয়ালের অলংকার হয়ে উঠে৷

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাচ্চু। তিনি একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং গায়ক ছিলেন বাচ্চু৷ তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে  গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

[চিনের সাহায্যে পাকিস্তানের হাতে আসছে ব্রহ্মস মিসাইলের প্রতিপক্ষ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement