সুকুমার সরকার, ঢাকা: চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। জনতার দরবারে হাজিরা দিচ্ছেন শাসক-বিরোধী উভয় পক্ষের নেতা-কর্মীরাই। সেই পথে হেঁটেই মসনদের লড়াইয়ে ভোটারদের পাশে পেতে ট্রেনে সফর শুরু করেছেন আওয়ামি লিগের নেতারা।
দলীয় সূত্রে খবর, শনিবার ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রওনা দেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর সঙ্গে রয়েছেন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এদিন নীলসাগর এক্সপ্রেসে যাত্রা শুরু করেন তাঁরা। ট্রেনটির যাত্রাপথে বিভিন্ন স্টেশনে জনসভা করবেন তাঁরা। ভোটারদের কাছে হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন তাঁরা। কাদের জানান, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে টাঙ্গাইল, পাবনার ঈশ্বরদী, নাটোর, বগুড়ার শান্তাহার, জয়পুরহাট, আক্কেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর স্টেশনে সভা হবে। সরকারের উন্নয়নমূলক কাজ তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এবং দলকে শক্তিশালী করতেই এই ট্রেন সফর।
কয়েকদিন আগেই ভোটের দিন ঘোষণা করেন নির্বাচন কমিশনার হেলালউদ্দিন আহমেদ। ডিসেম্বরের শেষ সপ্তাহেই ভোটগ্রহণ হবে। যদিও ২০১৮-র জানুয়ারিতে নির্বাচন করানোর দাবি জানিয়েছিল অনেক দলই। তবে নতুন বছরের শুরুতে স্কুল আরম্ভ হয়ে যাবে। সে সময় নির্বাচন হলে পড়ুয়াদের লেখাপড়ার ক্ষতি হবে। তাই এই সিদ্ধান্ত নেয় কমিশন। নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। দেড় লক্ষ ইভিএম কেনার কথা চলছে।
[জামাইবাবুর সঙ্গে পরকীয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী! গর্ভপাত করতে গিয়ে মৃত্যু]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.