বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
সুকুমার সরকার, ঢাকা: খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বসেই বাংলাদেশের বুকে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের হুকুম দেন তারেক। এই অভিযোগ আগে একাধিকবার এনেছে আওয়ামি লিগ। এবার আরও একবার খালেদাপুত্রকে নিশানা করলেন সাধারণ সম্পাদক ওবায়দল কাদের। তাঁর মন্তব্য, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অভিশাপ।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, “দণ্ডিত পলাতক তারেক রহমান যত দিন বিএনপির নেতৃত্বে থাকবেন, তত দিন বিএনপি সঠিক পথে আসবে না। দলটি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে।” তিনি আরও বলেন, “লন্ডন থেকে যাঁর হুকুমে বিএনপি চলে, তাঁর ফ্রি–স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তাঁরা বুঝতে শুরু করেছেন, তারেক রহমান যত দিন নেতৃত্বে আছেন, তত দিন তাঁরা এই চোরাবালি বের হতে পারবে না।”
বাংলাদেশে আওয়ামি লিগই একমাত্র দল, যারা দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে বলে দাবি করেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “বিএনপির অন্দরে গণতন্ত্রের চর্চা নেই। যাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা আবার দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কোন মুখে? যারা ৭৫–এর নৃশংস ঘটনা ঘটিয়েছে, তারা গণতন্ত্রের সবচেয়ে বড় হন্তারক। গণতন্ত্রের হত্যাকারীরাই আবার গণতন্ত্রের নামে মায়াকান্না করে। শুনেও হাসি পায় বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে।”
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে গ্রেপ্তার হয়েছিল কুখ্যাত ‘বোমা মৌলানা’ওরফে মুকিত হুসেন। পুলিশের জেরায় সে স্বীকার করেছিল, খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার নির্দেশেই কাজ করছিল সে। এই বছরে অনুষ্ঠিত হওয়া নির্বাচন রুখে গোটা দেশে কার্যত ‘আগুন সন্ত্রাস’ চালিয়েছিল বিএনপি। পুলিশের জেরায় বোমা মৌলানা জানিয়েছিল, সে প্রায় ৪০০টি বোমা বানিয়েছিল। নাশকতা কিংবা আগুন দেওয়ার যে কোনও ছবি লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হলে তাদের পুরস্কৃত করা হত। তার পরই খালেদাপুত্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন হাসিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.