Advertisement
Advertisement

নির্বাচনী ইস্তেহারে সন্ত্রাসবাদ নির্মূল করার প্রতিশ্রুতি আওয়ামি লিগের

নির্বাচনী উত্তাপ বাড়ছে বাংলাদেশে।

Awami League releases election manifesto
Published by: Monishankar Choudhury
  • Posted:December 18, 2018 5:41 pm
  • Updated:December 18, 2018 5:41 pm

সুকুমার সরকার, ঢাকা: মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফের সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হাসিনা শিবির। ক্ষমতায় ফিরলে মৌলবাদের বিরুদ্ধে লড়াই ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল শাসকদল।  

[বিএনপির ডজনখানেক প্রার্থী দেশবিরোধী কাজে যুক্ত, অভিযোগ হাসিনার]

Advertisement

চলতি মাসের ৩০ তারিখ ভোটযুদ্ধ বাংলাদেশে। গণতন্ত্রের লড়াইয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে শাসক-বিরোধী সকলেই।কিছুটা বেকায়দায় থাকলেও শাসকদলের সঙ্গে একই দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।আওয়ামি লিগের ইস্তেহারের শিরোনাম দেওয়া হয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা তৃতীয়বার ক্ষমতায় এলে তাঁর দল ‘টেকসই বিনিয়োগ ও উন্নয়ন’ নিশ্চিত করবে। এটাই তাদের এবারের অঙ্গীকার। ইস্তাহারের শুরুতেই আওয়ামি লিগের ২১টি বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে। সন্ত্রাসদমন থেকে উন্নয়ন একাধিক বিষয় রয়েছে সেখানে। এদিকে বিএনপি-র ইস্তেহারে বলা হয়েছে, দল ক্ষমতায় এলে একই ব্যক্তিকে দু’টি মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ক্রমেই নির্বাচনী উত্তাপ বাড়ছে বাংলাদেশে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে শাসক আওয়ামি লিগ ও বিরোধী বিএনপি শিবির৷ ২৪০টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে আওয়ামি লিগ৷ বাকি ৬০টি আসন শরিকদের জন্য ছেড়েছে শেখ হাসিনার দল৷ পিছিয়ে নেই বিএনপিও৷ তারাও ২০৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ বাকি আসন ছেড়েছে জোট শরিকদের জন্য৷ আওয়ামি লিগ চেয়ারপারসন শেখ হাসিনার অনুমোদিত ৩০০ জন প্রার্থীর নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেয় এইচটি ইমামের নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল৷ নির্বাচন কমিশনার এম নুরুল হুদার হাতে প্রার্থীদের নামের তালিকা তুলে দেওয়া হয়৷        

[রাখাইন ভাষায় পোস্টার ছাপিয়ে বিতর্কে আওয়ামি লিগ প্রার্থী] 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement