ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের তপ্ত পরিস্থিতিতে সোমবার বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ঢাকায়। যোগ দেবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সে দেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিন। তার ঠিক আগেরদিন, রবিবার লন্ডনের মাটিতে বিশাল সমাবেশের ডাক দিল আওয়ামি লিগ। আর সেখানে দিল্লির আশ্রয়ে থাকা দলের সভানেত্রী তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন ভারচুয়ালি। তাঁর সরকার পতনের পর দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং এই আবহে ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে ঠিক কী বার্তা দেবেন, সেদিকে নজর সকলের। বিশেষত নেত্রীর ভাষণ শুনে নতুন করে চাঙ্গা হতে চাইছে আওয়ামি লিগ।
জানা গিয়েছে, রবিবার দুপুরে লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বড়সড় সমাবেশের আয়োজন করেছে আওয়ামি লিগ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা শেখ হাসিনা। আরও উল্লেখযোগ্য, অনুষ্ঠানের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ বলেই উল্লেখ করেছে আওয়ামি লিগ! হাসিনা নিজেও অবশ্য একাধিকবার দাবি করেছেন, তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। আওয়ামি লিগও যে নেত্রীকেই প্রধানমন্ত্রী মনে করে ইউনুস সরকারের অস্তিত্ব অস্বীকার করছে, তাও স্পষ্ট হল এই বিজ্ঞপ্তিতে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সেই উপলক্ষে সারা মাস ধরে ‘বিজয় সমাবেশ’ করার কর্মসূচি নিয়েছে আওয়ামি লিগ। সূত্রের খবর, এই পরিকল্পনা স্বয়ং হাসিনারই। তাঁর পরামর্শমতো তা বাস্তবায়িত করছে দল। তবে স্বদেশে আওয়ামি লিগের সভা-সমাবেশ নিষিদ্ধ হওয়ায় দেশের বাইরেও কর্মসূচি পালন করতে হচ্ছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও আওয়ামি লিগের জনসভায় হাসিনা ভারচুয়াল বক্তব্য রেখেছিলেন। সেখানে ইউনুসকে ‘লোভী’ এবং ‘গণহত্যার খলনায়ক’ বলে উল্লেখ করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রবিবার হাসিনার ভাষণে অবশ্য বিদেশ সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে কোনও বক্তব্য থাকতে পারে। আর তার রেশ ধরে আওয়ামি লিগের সদস্যরা নতুন করে রণকৌশল ঠিক করতে পারেন বলে সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.