Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের মাতামাতি, বিশ্বকাপের মরশুমে ঝগড়ায় প্রাণহানি ৫ জনের

রবিবারের মেগা ইভেন্টের দিকে তাকিয়ে আর্জেন্টিনা ভক্তরা।

Atleast 5 died in Bangladesh over excitement within Argentina fans during Qatar World Cup 2022 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2022 9:35 pm
  • Updated:December 17, 2022 9:37 pm  

সুকুমার সরকার, ঢাকা: বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে (Bangladesh) মাতামাতির শেষ নেই। আর সেই মাতামাতির মাঝেই ঘটেছে প্রাণঘাতী ঘটনা। প্রিয় দেশের সমর্থনে ভক্তদের মধ্যে উন্মাদনার জেরে প্রাণ হারিয়েছেন পাঁচজন। জখম অন্তত ৭। প্রতিটি ঘটনাই ঘটেছে আর্জেন্টিনার প্রতি আবেগের বহিঃপ্রকাশ করতে গিয়ে। এখন ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা (Argentina)। ফলে মেগা লড়াই নিয়ে ভক্তদের উন্মাদনা আরও বাড়ছে।

বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তের সংখ্যা অগুন্তি। তবে অন্যান্য দেশের সমর্থকরাও রয়েছেন। মাঠের বাইরে এঁদের মধ্যে মূল লড়াই ব্রাজিল বনাম আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের (Qatar World Cup) শুরু থেকেই প্রিয় দলের সমর্থনে ভক্তদের মধ্যে ঝগড়াঝাঁটির মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক-বিতর্কের জেরে ৪টি হত্যাকাণ্ড ঘটেছে ডিসেম্বর রাতে। ঢাকার অদূরে সাভার উপজেলায়, হবিগঞ্জের বাহুবলে, ভোলা ও বাগেরহাটে মোট ৪ জন খুন হয়েছেন। প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে লক্ষ্মীপুর জেলার রামগতিতে নাবিল হোসেন নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দেশের দক্ষিণ জনপদ জেলা ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে চাউমিন (নুডলস) পার্টির আয়োজনকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্র হৃদয় (২১) নিহত হয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: অরুণাচলে চিনা আগ্রাসন নিয়ে কটাক্ষ, রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি বিজেপির]

তবে বাংলাদেশের সর্বত্র বিশ্বকাপ ফুটবল ঘিরে ছবিটা এত শোকাচ্ছন্ন নয়। পছন্দের দেশের প্রিয় খেলোয়াড়ের সমর্থনে নবজাতকের নাম রাখা থেকে শুরু করে ওই সব দেশের জাতীয় পতাকার রঙে সেতু অথবা বাড়ি রাঙিয়ে তুলছেন অনেকেই। বাংলাদেশি ভক্তদের এহেন উচ্ছ্বাস দেখে আপ্লুত আর্জেন্টিনা। তাই এবার ঢাকায় (Dhaka) ফের দূতাবাস খুলতে চায় লাতিন আমেরিকার দেশটি। বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানান আর্জেন্টিনার বিদেশমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো।

[আরও পড়ুন: পড়ুয়া শতাধিক, স্কুল সামলাচ্ছেন মাত্র ১ শিক্ষিকা! চা বলয়ের শিক্ষাঙ্গনে দুর্দশার চিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement