Advertisement
Advertisement
Bangaldesh

ইদের নমাজের পর জুতো হারানো, পূর্ব শত্রুতার জেরে ঝরল রক্ত, বাংলাদেশে নিহত ৫

দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে একই দিনে দুর্ঘটনার বলি মোট ৭।

Atleast 5 died in Bangladesh on the day of Eid due to quarrel for negligible facts | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:April 22, 2023 9:24 pm
  • Updated:April 22, 2023 9:34 pm  

সুকুমার সরকার, ঢাকা: খুশির ইদ (Eid)মানুষের কাছে শান্তির বার্তাবাহী। কিন্তু তুচ্ছ বা সামান্য কারণে মানুষ খুনোখুনি পর্যন্ত ঘটিয়ে থাকে। এবার বাংলাদেশে (Bangladesh) ইদের দিনেও প্রাণহানির ঘটনা ঘটল। প্রাণ হারিয়েছেন মোট ৫ জন। আবার নমাজ পড়তে আসা লোকদের থেকে তোলাবাজি নিয়ে বিবাদ বাঁধল। ইদের আনন্দে দ্রুত গতিতে মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় (Accident)আরও ৭ জন নিহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ইদের নমাজের (Namaz)সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত (Death) হয়েছেন। তাঁর নাম কাশেম মিঞা, বয়স ৩০। এই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ অন্তত ২০ জন জখম হয়েছেন। উভয় পক্ষের ১৫ জনকে আটক করেছে পুলিশ। জখমরা সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের আবর্জনা পরিষ্কার, ভাইরাল ভিডিও, গ্রেপ্তার যুবক ]

দেশের পূর্বাঞ্চলীয় জেলা কিশোরগঞ্জের হোসেনপুরে ইদের নমাজে বসা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্তত ৩৫ জন জখম। শনিবার সকাল ৭টা নাগাদ উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ি এলাকার ইদগার মাঠে এই ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম। আবার ইদের নমাজ শেষে পূর্বশত্রুতার জেরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন জখম হয়েছেন। তাদের মাধ্যমিক পরীক্ষার্থী তরুণীও রয়েছেন। শনিবার সকাল ৯টা নাগাদ উপজেলার পুইশুর গ্রামে এই ঘটনা ঘটেছে। জখমদের উপজেলা ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: ইদের উৎসবেও শামিল হতে পারবেন না মহিলারা! আফগানিস্তানে জারি তালিবানি ফতোয়া]

এদিকে ইদের নমাজ শেষে একদল যুবক ক্যাসেটে উচ্চস্বরে গান বাজাচ্ছিল। এক বৃদ্ধ গান বন্ধ করতে বলায় কথাকাটির পর সংঘর্ষে ইফরান আলি নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এই কাণ্ড শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনীক দেব জানান, ইদের নমাজের পর একদল যুবক ইফরান আলির বাড়ির সামনে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজায়। উচ্চস্বরে না বাজাতে ইফরান আলি নিষেধ করেন।

এদিকে ইদের দিন ভোরে ময়মনসিংহ জেলা শহরে ছুরিকাঘাতে দুই ইজিবাইক চালক নিহত হয়েছেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। সাদেক আলি ও হাবিবুর রহমান দুজনই সারারাত ইজিবাইক চালায়। ভোর রাতের দিকে ছিনতাইকারী দলের তিন সদস্য জুবিলিঘাট বিপিন পার্কের সামনে ডিএন চক্রবর্তী রোডে হাবিবুর রহমানকে ও গোহাইলকান্দি মিলে সাদেক আলিকে ছুরিকাঘাতে হত্যা করে বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement