Advertisement
Advertisement
Bangladesh

চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে অসম-ত্রিপুরা, জয়শংকরের সঙ্গে বৈঠকে আশ্বাস হাসিনার

হাসিনাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর।

Assam and Tripura can Access Chittagong Port, Haseena Assures S Jaishankar | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2022 12:54 pm
  • Updated:April 29, 2022 12:54 pm  

সুকুমার সরকার, ঢাকা: ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত খুলতে আগ্রহী ভারত-বাংলাদেশ (Bangladesh)। ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)জানিয়েছেন, ‘‘আমাদের যোগাযোগ আরও বাড়াতে হবে। যদি দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ অসম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’’ বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার প্রতিক্রিয়া, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকার (Dhaka) কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটিতে এসে পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার বিকেলে জয়শংকর ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁকে প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছাবার্তা জানান বিদেশমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ফের আইনি জটে অনুব্রত, লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা BJP নেতার]

জয়শংকর জানান, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলির পর্যালোচনা করা হচ্ছে এবং ভালভাবেই তা এগিয়ে চলেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রীকে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (JCC) সপ্তম বৈঠকে আমন্ত্রণ জানাতে ভারত অপেক্ষায় রয়েছে। এই আলোচনা দুই দেশের সম্পর্ককে পরের ধাপে উন্নীত করতে সহায়ক ভূমিকা নেবে বলে মত তাঁর। প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর জল বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলেছেন হাসিনা-জয়শংকর।

[আরও পড়ুন: নেতাজির অন্তর্ধান রহস্যভেদে নতুন তদন্ত কমিটি নিয়োগের দাবি, মোদিকে চিঠি পাঠাচ্ছে ফরওয়ার্ড ব্লক]

বৈঠক শেষে জয়শংকর আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধা অনুযায়ী তাঁকে ভারত সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। বলেন, ‘‘আমার এখনও জানা নেই কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। সফরটি সম্পূর্ণ তাঁর সুবিধাজনক সময়ের উপর নির্ভর করে। আমাদের সফর চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।’’ বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জয়শংকরের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ঢাকা থেকে দিল্লি ফেরেন জয়শংকর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement