Advertisement
Advertisement

বাংলাদেশের মৌলভীবাজার শেষ ‘অপারেশন হিটব্যাক’, নিকেশ ৮ জঙ্গি

বাংলাদেশে চলছে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াই।

Anti-terror op continues in Bangladesh, 8 terrorists killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2017 11:23 am
  • Updated:December 24, 2019 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে চলছে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াই। বৃহস্পতিবার ভোরে প্রবল ঝড়-বৃষ্টিতে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবার মৌলভীবাজার নাসিরপুর ও বড়হাটের দুই জঙ্গি ডেরা থেকে শুরু হয়েছিল  গোলাগুলি। ইতিমধ্যে, নাসিরপুরের ডেরায় সংঘর্ষে নিহত হয়েছে ৮ জঙ্গি| শেষ হয়েছে ‘অপারেশন হিটব্যাক’। এদিন বিকেলে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অভিযান সমাপ্তির কথা ঘোষণা করেন| তিনি আরও জানান যে, পালানোর পথ না পেয়ে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

[বাজারে বিকোচ্ছে ‘প্লাস্টিক’ ডিম, পুলিশের দ্বারস্থ গৃহবধূ]

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সকালে সাময়িক থমকে গিয়েছিল নাসিরপুরের জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন হিটব্যাক’।  ঝড়ে মৌলভীবাজার-সিলেট রাজপথের  উপর গাছ ভেঙ্গে পড়ায় মৌলভীবাজার শহরের সঙ্গে নাসিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই অভিযান শেষ করে এবার  বড়হাটের জঙ্গি আস্তানায় চূড়ান্ত হামলা চালাবে নিরাপত্তারক্ষীরা।

Advertisement

[তৃণমূল-কংগ্রেস সদস্যদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র বহরমপুর পুরসভা]

বুধবার মৌলভীবাজার জেলার দুই বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তারপর থেকে গোপনে নজরদারি চালানো হয় জঙ্গি ডেরাগুলিতে। তবে আতিয়া মহলে অভিযান চলাকালীন মৌলভীবাজার অভিযান চালায়নি পুলিশ। অবশেষে এদিন ভোররাতে শুরু হয় অভিযান। বাড়ি দু’টি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। শুরু হয় লড়াই। নিরাপত্তাকর্মীদের দিকে পরপর বেশ কয়েকটি গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ইতিমধ্যে সংঘর্ষস্থলের চারপাশ খালি করা হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকার লোকজনদের। জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে এমন ধারণা করছে পুলিশ। সেটা বিবেচনায় রেখেই, অভিযান চালানো হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement