Advertisement
Advertisement
BNP

হাসিনা সরকারকে উৎখাতই লক্ষ্য, এবার বিএনপির সঙ্গে যোগ দিচ্ছে ‘গণতন্ত্র মঞ্চ’

বাংলাদেশে তুঙ্গে শাসক বনাম বিরোধী তরজা।

Anti-govt protest in Bangladesh intensifies | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 12, 2022 3:53 pm
  • Updated:December 12, 2022 3:53 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে তুঙ্গে শাসক বনাম বিরোধী তরজা। এবার বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিতে চলেছে সাত দলের সমন্বয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’। খালেদা জিয়ার দলের সঙ্গে দ্রুত যৌথ আন্দোলনের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে তারা।

সোমবার রাজধানী ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। তারা জানিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা দুটো নাগাদ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন মঞ্চের প্রতিনিধিরা। এছাড়া বিএনপির সঙ্গে দ্রুত যৌথ আন্দোলনের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। বর্তমান সরকারের বিদায়, সংবিধান সংস্কার এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার আদায়ে গণতন্ত্র মঞ্চ থেকে আজ ১৪ দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, তাদের ১৪ দফা দাবির সূচি বিএনপিকে দেওয়া হয়েছে। এনিয়েই আলোচনা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আন্দোলনের প্রথম ধাপ’, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দাবি ৫ বিএনপি সাংসদের]

এদিন মঞ্চের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক-সহ অনেকেই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগ সরকার অবৈধ বলে লাগাতার অভিযোগ জানিয়ে যাচ্ছে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলটির গণসমাবেশ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। তার দিন তিনেক আগে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন কর্মী নিহত ও পুলিশ-সহ অর্ধশত কর্মী জখম হন। সবমিলিয়ে, দেশটিতে তুঙ্গে শাসক-বিরোধী সংঘাত।

[আরও পড়ুন: বাল্যবিবাহের বিরুদ্ধে জেহাদ, বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement