Advertisement
Advertisement
Another 250kg bomb found in Dhaka Airport

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ফের উদ্ধার ২৫০ কেজির বোমা

মাটির তলায় আরও বোমা রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Another 250kg bomb found during construction work in Dhaka Airport Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 19, 2020 9:22 pm
  • Updated:December 19, 2020 9:22 pm  

সুকুমার সরকার, ঢাকা: ফের একটি বোমা উদ্ধার হল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport)। এটিরও ওজন ২৫০ কেজি। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই মোট তিনটি বোমা উদ্ধার করা হল। এখনও আরও বোমা আছে বলে আশঙ্কা করছেন বিমান বাহিনীর বিশেষজ্ঞরা।

এপ্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ICPR) সহকারী পরিচালক নুর ইসলাম জানিয়েছেন, বিমানবাহিনীর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি ধ্বংস করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়। মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: রোহিঙ্গাদের বসতি তৈরিতে পরিবেশের ক্ষতি, বাংলাদেশে ধ্বংস হাজার হাজার একর বনাঞ্চল]

টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমাটি দেখতে পান। পরে সেটিকে টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের (ফায়ারিং রেঞ্জ) ক্যাম্পাসে নিষ্ক্রিয় করা হয়। এরপর বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আবার ২৫০ কেজি ওজনের আরেকটি বোমা পাওয়া যায়। বিমানবন্দরে তৃতীয় পাইলিংয়ের কাজ করতে গিয়ে এবারও শ্রমিকরা ১০ ফুট মাটির নিচে একই ধরনের বোমার সন্ধান পান। খবর পেয়ে বিমানবাহিনীর বম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে বিস্ফোরণের জন্য ওই দিন বিকেলে টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুটি বোমা উদ্ধার পরে এগুলি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বাহিনী ফেলেছিল বলে উল্লেখ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। নতুন বোমা উদ্ধারের পর সেই তথ্যই ফের সামনে এসেছে।

[আরও পড়ুন: বঙ্গবন্ধুর পর এবার বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর বাংলাদেশে, ক্ষুব্ধ স্থানীয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement