Advertisement
Advertisement

Breaking News

যৌনাঙ্গ

নাতির বয়সি প্রেমিকের প্রতারণায় রেগে আগুন, যুবকের যৌনাঙ্গে কোপ বৃদ্ধার

ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

An old lady cuts her boy friend's genitals in Bangladesh

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 19, 2019 7:15 pm
  • Updated:September 19, 2019 7:18 pm  

সুকুমার সরকার, ঢাকা: বৃদ্ধার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল যুবক। তবে তাতেও বিয়ের সিদ্ধান্তে অনড় ছিল সে। সেই অনুযায়ী দিব্যি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল যুবকের বাড়িতে। তবে নাতির বয়সি প্রেমিকের কাছে প্রতারিত হওয়ার খবরে মাথার ঠিক রাখতে পারেনি বৃদ্ধা। তাই যৌন মিলনের সময় ওই যুবকের যৌনাঙ্গই কেটে দিল সে।

[আরও পড়ুন: রোহিঙ্গা সংকট নিরসনে উদ্যোগ, চিন ও মায়ানমারের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা]

কুষ্টিয়ার আলমডাঙা উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। একাই থাকত সে। নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে হাঁফিয়ে উঠেছিল। এলাকারই নাতির বয়সি এক যুবকের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে বৃদ্ধার। ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে দু’জনে। শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল তারা। দিব্যি এভাবে জীবন কাটছিল বৃদ্ধার। কিন্তু আচমকাই সে খবর পায় নাতির বয়সি প্রেমিক নাকি কোনও এক যুবতীকে বিয়ে করতে চলেছে। যুবকের প্রতারণায় ক্ষেপে যায় মহিলা। অগ্নিশর্মা হয়ে রাতে নাতির বয়সি প্রেমিককে বাড়িতে ডেকে পাঠায় বৃদ্ধা। জরুরি তলবে ওই যুবকও দিব্যি বৃদ্ধা প্রেমিকার বাড়িতে দৌড়ে আসে। কিছুক্ষণ কথাবার্তা বলার পরই শোওয়ার ঘরে চলে যায় দু’জনে। উদ্দাম যৌনতায় মেতে ওঠে তারা। শারীরিক সম্পর্কের মাঝেই ধারালো অস্ত্র দিয়ে নাতির বয়সি প্রেমিকের যৌনাঙ্গে কোপ দেয় বৃদ্ধা।

Advertisement

[আরও পড়ুন: মানবসেবার ফল, ড. আবদুল কালাম স্মৃতি পুরস্কার পেলেন শেখ হাসিনা]

রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করে ওই যুবক। আর্তনাদ শুনে বৃদ্ধার প্রতিবেশীরা দৌড়ে আসেন। ওই যুবককে উদ্ধার করেন তাঁরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে আলমডাঙা শেফা ক্লিনিকে ভরতি করা হয়েছে যুবককে। এ ঘটনার প্রসঙ্গে আলমডাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি বলেন, “বিষয়টি আমি শুনেছি। কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement