Advertisement
Advertisement
corona fear in Bangladesh

কোয়ারেন্টাইনে না গেলে হবে জেল ও জরিমানা, কড়া নির্দেশ হাসিনা সরকারের

শনিবারই ইটালি থেকে বাংলাদেশে ফেরা ১২৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

travelers from other countries will have to undergo a mandatory quarantine

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:March 14, 2020 6:41 pm
  • Updated:March 14, 2020 6:41 pm  

সুকুমার সরকার, ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস(corona virus)-র প্রকোপ যেখানে ছড়িয়েছে। সেই দেশগুলি থেকে ফিরে আসা বাংলাদেশিরা যদি কোয়ারেন্টাইনে না যান। তাহলে তাঁদের জেল ও জরিমানা করা হবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে ঢাকায় আয়োজিত সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘কোয়ারেন্টাইন যারা ভঙ্গ করবেন বা কোনও তথ্য গোপন করবেন। তাঁদের উপর তথ্য আইনে যেটা আছে, কোয়ারেন্টাইনের আইনে যেটা আছে, সংক্রামক রোগের আইনে যেটা আছে সেই আইন প্রয়োগ করা হবে। এর মধ্যে জেল ও জরিমানারও ব্যবস্থা আছে।ঢাকা-সহ প্রত্যেকটি জেলায় হাসপাতাল তৈরি করা হয়েছে। আমাদের চিকিৎসক ও নার্সদের রেডি রাখা হয়েছে। আমাদের যে কমিটি আছে, জাতীয় কমিটি, জেলা উপজেলা কমিটি খুবই তৎপর এবং তারা ভালো কাজ করছে। বিদেশ থেকে যাঁরাই আসছেন, তাঁদের কোয়ারেন্টাইনে রাখছে এবং নজরদারি চালাচ্ছে।’

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তখনই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাংলাদেশে ফিরছেন ২৩ জন। শনিবার বিকেল তিনটের সময় ইন্ডিগোর একটি ফ্লাইট ওই যাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারপরই ওই যাত্রীরা বাড়ি চলে যান। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তার আগে সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান। শিক্ষার্থীরা এই সময় বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য দিল্লি ও বেজিং দূতাবাসের আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[আরও পড়ুন: করোনার জের, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ সব ধরনের পরিবহণ ]

 

ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে অন্য ভারতীয়দের সঙ্গে এই ২৩ জন বাংলাদেশিকে চিনের ইউহান থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাঁদের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের ইউহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। বর্তমানে বিশ্বের অন্তত ১২৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এপর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৫৬ জন।

এদিকে ইটালি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ১২৬ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখার জন্য হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৪২ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে এমিরেটসের আলোচিত সেই ফ্লাইটটি। অন্য যাত্রীরা দুবাই থেকে ফ্লাইটে উঠেন। এপ্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইটালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রেখে তাঁদের পরীক্ষা করাব। দেখব তাঁরা সংক্রামিত কি না। যদি দেখি তাঁরা সকলে সুস্থ আছেন, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এবং সেটা হবে তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা।’

[আরও পড়ুন: করোনা ভাইরাসের ‘প্রতিষেধক’! ভুয়ো ওষুধ বিক্রি করে বাংলাদেশে কড়া শাস্তির মুখে ২]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement