Advertisement
Advertisement
Bangladesh

ইদে সুখবর! দীর্ঘদিন পর বাংলাদেশে পরিবেশের উন্নতি, দূষণ কমল ঢাকায়

রবিবার AQI-এর তথ্য অনুযায়ী, দূষণের শীর্ষে নেপালের কাঠমান্ডু।

Air Pollution decreases in Dhaka after long time during Eid's holiday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 23, 2023 3:32 pm
  • Updated:April 23, 2023 3:35 pm  

সুকুমার সরকার, ঢাকা: পবিত্র ইদ (Eid) উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি শুরু হয়েছে গত বুধবার থেকে। রাজধানী ঢাকায় (Dhaka)মানুষের যাতায়াত কমে গিয়েছে, সড়কে নেই যানবাহনের ভিড়। আর তার জেরেই সে দেশের আবহাওয়ার খানিকটা উন্নতি ঘটল। রবিবার বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২১-এ। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় ঢাকার স্কোর ছিল ৭৬। একে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে ধরা হয়। যদিও ছুটির শুরুর পর গত শুক্রবারও বায়ুদূষণে (Air Pollution) বিশ্বের শহরগুলির মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। আর সেদিন সকালে একিউআই স্কোর ছিল ১৫৪।

রবিবার একিউআই ইনডেক্সে সবার উপরে থাকা নেপালের (Nepal) কাঠমান্ডু, স্কোর ১৬০। দ্বিতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরশাহী, স্কোর ১৫৫। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে মায়ানমারের ইয়াঙ্গন ও কাতারের দোহা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৩৩ ও ১২৯।

Advertisement

[আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা, কমল তাপমাত্রা, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান!]

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। একিউআই ইনডেক্সে স্কোর ১৫১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০ হলে সেই বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা ওই শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির।

[আরও পড়ুন: কালীপুজো থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হাওড়ার ৩ যুবকের]

অন্যদিকে, একিউআই ইনডেক্সে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে সেই বাতাসকে ‘মধ্যম’ কিংবা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে – বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও ২, সিও, এসও ২ এবং ওজোন (O3)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement