Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আদানি গোষ্ঠীর, ঢাকায় গিয়ে হাসিনাকে ধন্যবাদ গৌতম আদানির

ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে পুরোপুরি চালু হল বাংলাদেশের জন্য।

Adani Group supplies electricity in Bangladesh, Gautam Adani thanks PM Seikh Hasina in Dhaka
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2023 2:14 pm
  • Updated:July 16, 2023 2:18 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh)বিদ্যুৎ সরবরাহের পর এবার ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। শনিবার তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় এসেছিলেন। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ধন্যবাদ জানাতে ঝটিকা সফলে ঢাকায় আসেন তিনি। ঢাকার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঘ্ণ্টা তিনেকের মধ্যেই আবার নিজস্ব বিমানে ফিরে যান গৌতম আদানি।

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে জানান, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি। এনিয়ে টুইটও করেছেন তিনি। তাতে লেখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত। ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে তিনি স্যালুট জানান, যাঁরা করোনা (Coronavirus) মহামারীর মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

Advertisement

[আরও পড়ুন: মালিকের ১৬ লাখ হাতিয়ে উল্লাস, সুন্দরীদের সামনে টাকা ওড়াতে গিয়েই জালে কর্মচারী]

ভারতের ঝাড়খণ্ড (Jharkhand) রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এরপর গত ৬ এপ্রিল এটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আর দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২৫ জুন রাত ১২টায়। ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে পিডিবি। তবে উৎপাদন শুরুর আগেই এই বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার দাম নিয়ে আপত্তি তোলে পিডিবি। এ নিয়ে আদানির প্রতিনিধিদলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে পিডিবি। আদানির প্রতিনিধিদল প্রতিশ্রুতি দেয়, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দামের চেয়ে তাদের কয়লার দাম বেশি হবে না। পিডিবি প্রথম তিন মাসের বিল ইতিমধ্যে জমা দিয়েছে।

[আরও পড়ুন: পরকীয়ার ‘শাস্তি’, মারধরের পর তৃণমূল নেতার মাথায় ঘোল ঢেলে নৃশংস অত্যাচার স্থানীয়দের]

গত এপ্রিলে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় আদানি গ্রুপ (Adani Group) জানিয়েছিল, তাদের সরবরাহ করা বিদ্যুৎ বাংলাদেশে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি তরল জ্বালানি উৎপাদিত ব্যয়বহুল বিদ্যুতের বদলে আদানি গ্রুপের সরবরাহ করা এই বিদ্যুৎ প্রকৃত খরচ কমিয়ে আনবে। আদানি গ্রুপের আলট্রা-সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement