Advertisement
Advertisement
প্রেমিককে খুন তরুণীর

যৌনতার সময় আরেক সম্পর্কের কথা জানাজানি, প্রেমিককে খুন তরুণীর

দেহ লোপাটের চেষ্টায় তরুণীর বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷

A youth allegedly killed by his girl friend in Bangladesh
Published by: Sayani Sen
  • Posted:April 23, 2019 9:36 pm
  • Updated:April 23, 2019 9:36 pm  

সুকুমার সরকার, ঢাকা: একাধিক সম্পর্কে জড়িত প্রেমিক৷ মেনে নিতে পারেননি তরুণী৷ প্রেমিকের উপর অভিমানে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু কিছু পরেই অভিমান ক্ষোভে পরিণত হয়৷ রাগের বশে মশলা বাটার শিল দিয়ে প্রেমিকের মাথায় আঘাত করে প্রেমিককে খুন করে সে৷ এই ঘটনায় ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দেহ লোপাটের অভিযোগে পুলিশের জালে তার বাবাও৷

[ আরও পড়ুন: খাবার টেবিলেই মৃত্যু হাসিনার ৮ বছরের নাতির, শ্রীলঙ্কার পর বাংলাদেশেও কড়া নিরাপত্তা]

সোশ্যাল সাইটে হবিগঞ্জ জেলার মুড়াকরি গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিঞার সঙ্গে ফারজানা আখতারের বন্ধুত্ব হয়৷ দিন যত গড়াতে থাকে, ততই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে দু’জনে৷ শুরু হয় বাড়িতে আসাযাওয়া৷ ফেব্রুয়ারিতে ফারজানার বাবা-মা ঢাকায় গিয়েছিলেন৷ এ সুযোগে ২০ ফেব্রুয়ারি উজ্জ্বল তাঁর বাড়িতে যায়৷ উদ্দাম যৌনতায় মেতে ওঠে দু’জনে৷ ঠিক সেই সময় উজ্জ্বলের মোবাইল বেজে ওঠে৷ ফোন কেটে দেন উজ্জ্বল৷ তা সত্ত্বেও বারবার ফোন বাজতে থাকে৷ এরপর একটি মেসেজও আসে৷ ফোনের ওপারে কে রয়েছেন? তা দেখতে গিয়েই মন ভেঙে যায় ফারজানার৷ সে দেখে উজ্জ্বলের এক প্রেমিকাই তাঁকে মেসেজ এবং ফোন করেছে৷ প্রেমিকের উপর অভিমানে প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ফারজানা৷ পর মুহূর্তেই চিন্তাভাবনা বদলায় সে৷ রাগের বশে প্রেমিকের মাথায় মশলা বাটার শিল দিয়ে আঘাত করে তরুণী৷ মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের শিরা কেটে দেওয়া হয়৷ এরপর একটি বস্তায় উজ্জ্বলের দেহ ভরে মাটিতে পুঁতে দেয় ফারজানা৷ পরেরদিন বাবা-মাকে গোটা ঘটনাটি জানায় ওই তরুণী৷ দেহ লুকিয়ে রাখতে সাহায্য করেন ফারজানার বাবাও৷ 

Advertisement

[ আরও পড়ুন: যৌন হয়রানি ঠেকাতে উদ্যোগ, সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কমিটি গঠন বাংলাদেশ সরকারের]

এদিকে, ছেলে বাড়ি ফিরছেনা দেখে বাধ্য হয়েই ২৬ ফেব্রুয়ারি থানার দ্বারস্থ হয় উজ্জ্বলের বাবা৷ পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়৷ সেই অনুযায়ী ফারজানা ও তার বাবাকে জেরা করেন তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ফারজানা৷ খুনের কথা স্বীকার করে নেয় তরুণী ও তার বাবা৷ এরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement