সুকুমার সরকার, ঢাকা: “কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে/ তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়…” কবি সত্যেন্দ্রনাথ দত্ত কবেই লিখে গিয়েছেন সেকথা। কিন্তু কবির কথার একেবারে বিপরীত কাজ করল এক যুবক। তবে ঘটনা কিছুটা আলাদা। কারণ, কুকুরকে নয়। ‘কুকুর’ বলে কটাক্ষের প্রতিবাদে একই পরিবারের ৬ জনকে কামড়ে দিল যুবক। বাংলাদেশের (Bangladesh) পটুয়াখালির দুমকির পশ্চিম ঝাঁটরা গ্রামের ঘটনা শুনেই চমকে উঠছেন প্রায় সকলে।
ঠিক কী হয়েছিল? আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরার বাসিন্দা মহম্মদ কালাম সর্দার এবং আনোয়ার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে কালাম সর্দার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অভিযোগ, বাবুল হাওলাদারের নামে এক প্রতিবেশী তাঁকে ‘কুকুর’ বলে কটাক্ষ করে। তাতেই কালাম সর্দার ক্ষুব্ধ হয়। স্ত্রী, সন্তান-সহ পরিবারের লোকজন নিয়ে আনোয়ার শিকদার ও সাত্তার শিকদারের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তবে বাধা অগ্রাহ্য করে ওই পরিবারের শিশু-সহ ছ’জনকে কামড়ে দেয় অভিযুক্ত কালাম সর্দার। মাত্র ৬ মাস বয়সি শিশুর উপরেও হামলা চালায় অভিযুক্ত। জখমরা হল বছর পঞ্চাশের মাসুদা বেগম, সুমাইয়া আক্তার, রাইয়ান, শাকিল, লাভলী ও তাসমিম। বর্তমানে জখমরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মহম্মদ মিজান সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “সালাম ও কালামের পরিবার অত্যন্ত খারাপ। এরা বিগত দিনেও মৌলবী আবদুল বারী, খালিদ হোসেন ও সোবহান সর্দারকে কামড়ে দেয় কালাম সর্দার। আর এবার একই পরিবারের ছ’জনের উপর হামলা চালাল সে।” দুমকি থানার অফিসার ইনচার্জ মহম্মদ আবদুস সালাম বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ এ বিষয়ে অভিযোগ নিয়ে আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
‘কুকুর’ বলে কটাক্ষের প্রতিবাদে কামড়ে দেওয়ার ঘটনায় তাজ্জব প্রায় সকলে। কীভাবে একজন কামড়ে দিয়ে ঘটনার প্রতিশোধ নিতে পারল, তা ভাবাচ্ছে সকলকে। মাত্র ৬ মাস বয়সি শিশুও হামলার শিকার হওয়ায় অভিযুক্তের এই কাজের কঠোর নিন্দায় সরব আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.