সুকুমার সরকার, ঢাকা: আর দশটা বাংলাদেশি যুবকের মতোই বিদেশে গিয়েছিল কাজের জন্য। কিন্তু ঘটনাচক্রে জ়ড়িয়ে পড়ে জঙ্গিগোষ্ঠীতে। দেশে ইসলাম রাজ কায়েম করতে পুলিশ ও বিচারকদের হত্যার ছক কষে দেশে ফিরেছিল মনির আবদুল রাজ্জাক। কিন্তু কপাল মন্দ। বাহারিন থেকে দীর্ঘ দিন পর দেশে ফিরে গ্রেপ্তার হতে হল তাকে।
রবিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, মনির আবদুল রাজ্জাক কর্মসূত্রে দীর্ঘদিন বাহরাইনে ছিল। কিন্তু জড়িয়ে পড়ে বিপথে। সামাজিক যোগাযোগের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা নিয়ে সম্প্রতি গোপনে দেশে ফিরেছিল। প্রবাসে থাকা অবস্থায় মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উগ্র মতবাদ ও বিভিন্ন পোস্ট, ভিডিও দেখে রেডিক্যালাইজড হয়। পরে সে ফেসবুকে ভুয়ো আইডি খুলে একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট করে। অন্যদেরকেও এই জিহাদে যোগদানের আহ্বান জানায়।
এসবের মাঝেই শনিবার রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সিসিসিটি সদস্যরা। সে সময় মনিরের কাছ থেকে নয়টি মোবাইল সিম কার্ড এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মনির আবদুল রাজ্জাক ২০০৭ সালে প্রথমে বাহারিনে যান এবং একটি নির্মাণ কোম্পানিতে শ্রমিকের কাজ নেয়। ২০১৮ সালে বাহরাইন থেকে দেশে ফিরে দুই মাস পর আবার ফিরে যায় মনির। এরপর থেকে প্রবাসে বসেই ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দিয়ে অনলাইনে জঙ্গিবাদ ছড়াচ্ছিল এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
মনির বাংলাদেশের বিচারক এবং পুলিশ বাহিনীকে টার্গেট করে ফেসবুকে পোস্ট দেয় এবং তাদের ওপর হামলার পরিকল্পনা মাথায় নিয়ে পরিবারের কাউকে না জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইন থেকে দেশে ফিরে ঢাকায় ছিল বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.