Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

ঝাড়ফুঁকের নামে ধর্ষণ, ইমামের লালসার শিকার কিশোরী

ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷

A school student allegedly raped by a man in Bangladesh

ছবি প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 14, 2019 4:44 pm
  • Updated:August 14, 2019 4:45 pm  

সুকুমার সরকার, ঢাকা: ঝাড়ফুঁকের নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল ইমামের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নীলফামারির সৈয়দপুরে৷ কিশোরীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে রংপুরের কোতোয়ালি থানার বাসিন্দা সাকিব আলি নামে বছর ত্রিশের ওই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে বর্তমানে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একটি মসজিদের ইমাম৷

[আরও পড়ুন: ইদে কুরবানির গরু কাটার সময় ছিটকে গেল চপার, মৃত নাবালিকা]

স্থানীয়দের দাবি, অনেকেই মনে করেছিলেন অষ্টম শ্রেণির ওই ছাত্রী উপর অপদেবতা ভর করেছে৷ তাই তাকে ঝাড়ফুঁক করার জন্য ইমাম সাকিব আলিকে ডেকে পাঠানো হয়৷ ইমাম কিশোরীর বাড়িতে আসে৷ একটি ঘরে দরজা বন্ধ করে কিশোরীকে নিয়ে ঢুকে যায় সে৷ অভিযোগ, ওই ঘরেই কিশোরীকে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করা হয়৷ কিশোরী চিৎকার করতে থাকে৷ তবে প্রথমে তাতে আমল দেননি তার পরিজনেরা৷ পরে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা৷ অপ্রকৃতিস্থ অবস্থায় ইমাম ও ওই কিশোরীকে দেখতে পান তাঁরা৷ ইমামকে ঘরে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে৷ বেশ কয়েকজন আধিকারিক ঘটনাস্থলে যান৷ ইমামকে গ্রেপ্তার করে পুলিশ৷ আপাতত জেল হেফাজতেই রয়েছে অভিযুক্ত৷

Advertisement

[আরও পড়ুন: দেড় ঘণ্টায় তিনবার গণধর্ষণ! থানায় আটকে অত্যাচার করায় কাঠগড়ায় ওসি-সহ ৫]

ইতিমধ্যেই কিশোরীকে নীলফামারি আধুনিক সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়৷ পুলিশ সূত্রে খবর, রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর থানার আধিকারিক আবুল হাসনাত খান, ‘‘মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’’ পুলিশসূত্রে খবর, ওই ইমাম প্রথমে নিজের দোষ অস্বীকার করছিলেন৷ তবে দীর্ঘক্ষণ পুলিশি জেরার পর সাকিব মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement