Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

প্রাণনাশের হুমকি দিয়ে ৩৮ দিন ধরে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার শ্বশুর

লোকলজ্জার ভয়ে কাউকে কিছুই জানাতে পারেননি নির্যাতিতা৷

A house wife allegedly raped by Father-In-Law in Bangladesh

ছবি প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 9, 2019 7:05 pm
  • Updated:July 9, 2019 7:05 pm  

সুকুমার সরকার, ঢাকা: কর্মসূত্রে ছেলে থাকেন বাড়ি থেকে অনেক দূরে৷ পুত্রবধূ একা থাকেন বাড়িতে৷ সেই সুযোগে প্রাণনাশের হুমকি দিয়ে একটানা ৩৮দিন ধরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে৷ ঢাকার শরিয়তপুর জেলার সখিপুরের ঘটনা৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা৷ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে৷

[ আরও পড়ুন: ধর্ষণের ঘটনা রুখতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান শেখ হাসিনার]

২০১৭ সালে অভিযুক্ত গিয়াসউদ্দিন ঢালির ছেলের সঙ্গে নির্যাতিতার সম্বন্ধ করে বিয়ে হয়৷ কর্মসূত্রে ওই মহিলার স্বামী ঢাকায় থাকতেন৷ মাঝেমধ্যেই স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরতেন৷ স্বামী না থাকাকালীন শ্বশুর, শাশুড়ি এবং দেওরের সঙ্গে একই ঘরে ঘুমোতেন ওই গৃহবধূ৷ অভিযোগ, গত ২৮ মে খুনের হুমকি দিয়ে তাঁকে প্রথমবার ধর্ষণ করে শ্বশুর৷ তারপর থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতি রাতেই গৃহবধূকে ধর্ষণ করা হয়৷ গৃহবধূর আরও অভিযোগ, ধর্ষণের বিষয়টি জানাজানি হলে খুন করা হবে বলেও হুমকি দিয়েছিল শ্বশুর৷ তাই ভয়ে কাউকে কিছু জানাননি ওই তরুণী৷  

Advertisement

[ আরও পড়ুন: কিশোরদের মধ্যে বাড়ছে অপরাধের প্রবণতা, বাংলাদেশে তৈরি হচ্ছে গ্যাং]

তবে দিন যত এগোচ্ছিল ততই যেন অসহ্য হয়ে উঠছিল শ্বশুরের অত্যাচার৷ তাই বাধ্য হয়ে রবিবার সখিপুর থানার পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন নির্যাতিতা৷ সেখানেই শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান তিনি৷ এ প্রসঙ্গে সখিপুরের থানার ওসি এনামুল হক বলেন, ‘‘গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুর গিয়াসউদ্দিন ঢালিকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলার শারীরিক পরীক্ষাও করা হয়েছে৷ নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷’’ গৃহবধূর শাশুড়ি, দেওর এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

[ আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা, দু’মাসে দায়ের ৩৯৯টি অভিযোগ]

যত দিন যাচ্ছে, বাংলাদেশে ততই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ বারবার শিরোনামে আসা এই ঘটনাগুলির জেরে নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement