Advertisement
Advertisement

Breaking News

Sunadrban

অনুমতি ছাড়া কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে! বরাতজোড়ে প্রাণে বাঁচলেন বাংলাদেশের মৎস্যজীবী

তবে গুরুতর জখম মৎস্যজীবী।

A fisherman of Bangladesh allegedly attacked by royal bengal tiger | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 31, 2023 5:00 pm
  • Updated:March 31, 2023 5:00 pm  

সুকুমার সরকার, ঢাকা: অনুমতি ছাড়াই সুন্দরবনের (Sundarban) দারগাং খালে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেটাই কাল হল ওয়াজেদ গাজি নামে বাংলাদেশের এক মৎস্যজীবীর জন্য। পড়লেন বাঘের কবলে। তবে বরাত জোরে প্রাণে বেঁচে ফিরলেন তিনি। তবে ব্যাপক আঘাত রয়েছে ঘাড়, পিঠ ও মাথায়।

বিষয়টা ঠিক কী? উপজেলার ছোটভেটখালীর বাসিন্দা ওয়াজেদ গাজি। তিনি জানান, বাঘটি আক্রমণের সময় ছোট ভাই লিয়াকতের থেকে মাত্র ২০ ফুট দূরে ছিলেন তিনি। তিনি কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন। হঠাৎ কোনও ওয়াজেদের মাথায় আক্রমণ করে দক্ষিণরায়। সঙ্গে সঙ্গে লিয়াকত গরানের লাঠি নিয়ে উচ্চস্বরে চিৎকার শুরু করে। বাঘটিকে পিছু হঠাতে তার চোখে চোখ রাখে। কারণ, চোখে চোখ রাখলে বাঘ সাধারণত ভয় পায়। ফলে শিকার ছেড়ে দেয়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ভয়ে বাঘটি ওয়াজেদকে ছেড়ে দেয়। তবে ততক্ষণে গুরুতর জখম হয়েছেন ওই মৎস্যজীবী। কোনওক্রমে আক্রান্তকে নৌকোয় নিয়ে বাড়ি ফেরেন লিয়াকত। বর্তমানে বাড়িতেই চিকিৎসা চলছে যুবকের।

Advertisement

[আরও পড়ুন: স্বেচ্ছাবসরের আরজি নিয়োগ দুর্নীতি তদন্তের অফিসারের! কী প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?]

আক্রান্তের ভাই লিয়াকত গাজি জানান, দারগাং খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার নৌকোর উপরে উঠে পড়ে তাঁর ভাইয়ের উপর আক্রমণ করে। পালটা ভয় দেখালে সুন্দরবনের দিকে গর্জন করতে করতে পালিয়ে যায় বাঘটি। ঘটনাস্থলটি সুন্দরবনের গভীরে এবং সেখানে কোনও নেটওয়ার্ক কাজ না করায় ফিরে আসতে বেশি সময় লেগেছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা বলেন, “২ যুবকই বাড়িও ফিরেছে।” সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষন (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, “ওই মৎস্যজীবীর সুন্দরবনে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।”

[আরও পড়ুন: রামনবমীর মিছিলে রিভলবার, বিজেপির চক্রান্তেই অশান্তি! ভিডিও টুইট করে সরব অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement