Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

নতুন বছর সুখবর! আগামী সপ্তাহেই বাংলাদেশ থেকে ঘরে ফিরছেন কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবী

এদিকে ভারতে আটকে থাকা ৯০জন বাংলাদেশি জেলেকেও ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

95 fishermen will be released from Bangladesh on January 5 and 90 from India

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:January 2, 2025 9:25 pm
  • Updated:January 2, 2025 9:33 pm  

সুকুমার সরকার, ঢাকা: নতুন বছরে সুখবর। বাংলাদেশে আটকে পড়া কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী ফিরছেন নিজেদের ঘরে। বৃহস্পতিবার ঢাকা এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই খবর শোনালেন সে দেশের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম তৌহিদ হোসেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবেন ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং ভারতের ৯৫ জন জেলে। ইতিমধ্যে তাঁদের ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিদেশ উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় মৎস্যজীবী মুক্তি পাচ্ছেন। দুদেশের মধ্যে বন্দি বিনিময় নিয়ম মেনে আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাঁদের হস্তান্তর করা হবে। জানা গিয়েছে, ৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাঁদের আটক করা হয়।

Advertisement

এদিকে, ভারতীয় জলসীমায় এসে বাংলাদেশের একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি ধীবরকে উদ্ধার করা হয়। তারপর আটক হন তাঁরা। আবার ভারতের ছটি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় ধীবরকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক ভারতীয় ৬৪ ধীবরকে প্রায় তিন মাস পর বাগেরহাট জেলা কারাগার থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। বাগেরহাট জেলা কারাগার থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া হয়েছে ভারতীয় ৬৪ জেলেকে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক থাকার পর প্রায় তিন মাস পর তাঁদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে তাঁদের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়। এদিন সকাল থেকে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীর পশ্চিমদিক থেকে তাঁদের গাড়িতে করে মোংলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে। বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া ৬৪ জন ভারতীয় ধীবরের ৪৮ জনকে অক্টোবর মাসে এবং এবং ১৬ জনকে নভেম্বরে বঙ্গোপসাগরের সৃষ্ট ‘ডানা’ ঝড়ের সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার কারণে উপকূল রক্ষী বাহিনী তাঁদের আটক করে। বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘‘আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দিকে সবার উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement