Advertisement
Advertisement
Bangadeshi girl

স্টার জলসা দেখতে দেয়নি ছোট ভাই, অভিমানে আত্মঘাতী ৯ বছরের বালিকা

দিদিকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই।

9-year-old Bangadeshi girl allegedly committed suicide after brother did not gave remote to watch Star Jalsha | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:December 22, 2020 4:26 pm
  • Updated:December 22, 2020 4:26 pm  

সুকুমার সরকার, ঢাকা: ভারতীয় বিনোদন চ্যানেল স্টার জলসা (Star Jalsha) দেখতে ভালবাসতো ৯ বছরের মেয়েটি। ছোট ভাই তা দেখতে দেয়নি। হাতে দেয়নি রিমোট। সেই অভিমানেই আত্মঘাতী বাংলাদেশের জান্নাত আক্তার প্রিমা। আত্মীয়, পরিজনদের দাবি এমনটাই।

সোমবার রাতে ঘটনাটি ঘটে বাংলাদেশের (Bangladesh) লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়ন পরিষদের দীঘিরপাড় এলাকায়। জানা গিয়েছে, এলাকার শিপনের মেয়ে প্রিমা। দীঘিরপাড় আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে রিমোট হাতে নিয়ে টেলিভিশনে কার্টুন দেখছিল প্রিমার ছোট ভাই। স্টার জলসা দেখবে বলে ভাইয়ের কাছে রিমোট চায় প্রিমা। কিন্তু ভাই রিমোট দিতে রাজি ছিল না। এই নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় ৯ বছরের বালিকার। ঝগড়া অল্প সময়েই হাতাহাতির স্তরে পৌঁছে যায়। মারামারি চলাকালীন দিদির গালে চড় মারে ছোটভাই।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশেই তৈরি হবে যুদ্ধবিমান, আশাপ্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার]

এতেই অভিমান হয় প্রিমার। নিজের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। ঘটনার কিছুক্ষণ পরে দিদিকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই। তার চিৎকারেই রান্নাঘর থেকে ছুটে আসেন প্রিমার মা। দরজা ভেঙে প্রিমাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। সেখানে ৯ বছরের তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় রায়পুর থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, প্রিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান আবদুল জলিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার ফলেই নিজের ঘরে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায় ৯ বছরের বালিকা। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ গোটা এলাকা।

[আরও পড়ুন: বাংলাদেশে ধর্ষণ মামলা চলাকালীন নির্যাতিতাকে বিয়ে অভিযুক্তের, এজলাসেই বসল আসর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement