Advertisement
Advertisement

Breaking News

corona virus

আমেরিকায় করোনা ভাইরাসের প্রকোপে মৃত ৭৬ জন বাংলাদেশি

সোমবার পর্যন্ত বাংলাদেশে এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন ১৩ জন।

76 Bangladeshis died of coronavirus in New York in USA

প্রতীকী ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:April 6, 2020 6:56 pm
  • Updated:April 6, 2020 6:56 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে এখনও পর্যন্ত ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলেও আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। আমেরিকার স্থানীয় সময় পাঁচ এপ্রিল মধ্যরাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৭৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আরও কয়েক’শো প্রবাসী বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বাংলাদেশ বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আমেরিকায় করোনা ভাইরাস (Corona Virus)-এ আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৭৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আছেন মৌলভীবাজার ১ নম্বর আসনের প্রাক্তন সংসদ সদস্য মহম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাইফুল আজাদ, হাফেজ রুবেল, তামিনা ইসলাম খান, বাচ্চু মিঞা, মহম্মদ আজাদুর রহমান, তোফায়েল আহমেদ, বাবুল মিঞা, মৌলানা ইসহাক মিঞা ও ব্রঙ্কসে বসবাসকারী ইসরাত জাহান উর্মির মা প্রমুখ।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্কে বাংলাদেশে স্থগিত তবলিঘি জামাতের কার্যক্রম ]

করোনা ভাইরাসের কবলে মৃত বাংলাদেশিদের অধিকাংশই নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। নিউইয়র্কে মৃতদের আত্মীয় বা পরিচিত মানুষরাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। ডাক্তার, পুলিশ, ট্রাফিক সার্জেন্ট-সহ বিভিন্ন পেশার অনেকেই আক্রান্ত হয়ে পড়েছেন।

[আরও পড়ুন: করোনায় বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি, পরিস্থিতি সামলাতে প্যাকেজ ঘোষণা হাসিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement