Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ভোটমুখী বাংলাদেশে বড়সড় নাশকতার ছক বানচাল, ঢাকায় গ্রেপ্তার ৬ জঙ্গি

জঙ্গিদের জাল ছড়িয়ে ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে।  

6 terrorists arrested from Dhaka in Bangladesh before election। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 11, 2023 4:57 pm
  • Updated:December 11, 2023 5:07 pm  

সুকুমার সরকার, ঢাকা: আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে পারদ চড়ছে বাংলাদেশে। ভোটে বাধা সৃষ্টি করতে সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদীরা। ছক কষা হয়েছিল বড়সড় নাশকতার। কিন্তু সেই ছক বানচাল করে দিয়েছে দেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাব সদস্যরা। র‌্যাবের জালে ধরা পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান-সহ ৬ জন।   

জানা গিয়েছে, সোমবার রাজধানী ঢাকার (Dhaka) পূর্বাচল এলাকায় অভিযান চালায় র‌্যাব। পাকড়াও করা হয় ৬ জঙ্গিকে। গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবদুর রজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাকেও। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আনম ইমরান খান। তিনি বলেন, “রাজধানী ঢাকার আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলার আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

Advertisement

অভিযোগ, জেহাদিরা ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশে নাশকতা ঘটিয়ে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করাই মৌলবাদীদের লক্ষ্য। তদন্তে ধৃতরা স্বীকার করেছে, তাদের জাল ছড়ানো রয়েছে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে।  

[আরও পড়ুন: ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দর পৌঁছল ডবল সেঞ্চুরিতে!]

এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম হেরোইন, ১৫ লিটার মদ ও ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা । রবিবার সকাল ছটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

উল্লেখ্য, ভোটমুখী বাংলাদেশে (Bangladesh) সক্রিয় হয়েছে জামাতের মতো ভারত বিরোধী শক্তিগুলো। প্রধান বিরোধী দল বিএনপি-র অবরোধ-হরতালে হিংসা ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ৭ জানুয়ারি সাধারণ নির্বাচন হতে চলেছে সেদেশে। আর গোটা ঘটনাবলির উপর কড়া নজর রাখছে ভারত। কারণ, আওয়ামি সরকার ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়বে। আইএসআইয়ের হাত ধরে জেহাদিদের চারণভূমি হয়ে উঠবে দেশটি। ফলে, অসম-সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে সন্ত্রাসবাদীরা ফের সক্রিয় হয়ে উঠবে বলে আশঙ্কা।

[আরও পড়ুন: র‍্যাম্প শোয়ের ‘মডেল’ হয়ে হাঁটছে গরু! বাংলাদেশের মেলায় এমন কাণ্ড কেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement