Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

৫৬ বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল মায়ানমার নৌসেনা, কেড়ে নেওয়া হল জাল ও মাছ

বঙ্গোপসাগর থেকে ছ'টি মাছ ধরার ট্রলার-সহ আটক করা হয় ওই মৎস্যজীবীদের।

56 Bangladeshi fishermen caught by Myanmar navy in Bay of Bengal
Published by: Biswadip Dey
  • Posted:March 6, 2025 7:42 pm
  • Updated:March 6, 2025 7:44 pm  

সুুকুমার সরকার, ঢাকা: বঙ্গোপসাগর থেকে মায়ানমার নৌবাহিনীর জালে ৫৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ছ’টি মাছ ধরার ট্রলার-সহ তাঁদের আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মায়ানমার নৌবাহিনী। মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর বৃহস্পতিবার ভোরে ওই মৎস্যজীবীরা টেকনাফে পৌঁছান। তবে ছেড়ে দিলেও তাঁদের জাল ও সমুদ্র থেকে ধরা মাছ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

Advertisement

টেকনাফের উপজেলা নির্বাহী আধিকারীক (ইউএনও) শেখ এহসানউদ্দিন বলেন, বুধবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে মায়ানমার নৌবাহিনী ৫৬ মৎস্যজীবীকে ছয়টি মাছ ধরার ট্রলার-সহ আটক করে। জাল ও মাছ প্রসঙ্গে তিনি বলেন, ”মৎস্যজীবীদের অভিযোগ, মায়ানমার নৌবাহিনী তাঁদের মাছ ও জাল রেখে দিয়েছে।” টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ”বুধবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ট্রলার নিয়ে যায় মায়ানমারের নৌবাহিনী।”

এদিকে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারের ১৩ মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান মৎস্যজীবীদের উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহম্মদ সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “গত বুধবার ৫ মার্চ দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে জানা যায় যে, ‘এমভি মা-বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে।” বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে। লেফটেন্যান্ট কমান্ডার মহম্মদ সিয়াম-উল-হক বলেন, “উদ্ধার করা বোটটির মালিকপক্ষ জানিয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে ও পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub