Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

চুক্তি হয়েছিল হাসিনার আমলে, প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন বাংলাদেশের ৫০ বিচারক

বাংলাদেশ সরকার কোনও আর্থিক সাহায্য করবে না।

50 judge from Bangladesh going to India for training
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 4, 2025 6:33 pm
  • Updated:January 4, 2025 6:33 pm  

সুকুমার সরকার, ঢাকা: প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ জন বিচারক। ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রক। এনিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শেখ হাসিনার আমলে।

জানা গিয়েছে, প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের আধিকারিকদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় আধিকারিকরা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোপালে প্রশিক্ষণে অংশ নেবেন। এ বিষয়ে আইন মন্ত্রকের আইন ও বিচার বিভাগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকার কোনও আর্থিক সাহায্য করবে না।

Advertisement

প্রসঙ্গত, ২০১৭ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা স্মারকের পর সেবছরের ২৯ জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, “পৃথিবীর প্রতিটি দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। ভারতের প্রতিটি রাজ্যে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিংয়ের জন্য একটি জুডিশিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট আছে। সেখানে আমাদের ১৫০০ থেকে ১৬০০ বিচারকের ট্রেনিংয়ের জন্য চুক্তি করা হয়েছে।” এরপর প্রথমবার ওই বছরের ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা তোলাবাজির চারটি মামলা বাতিল করেছে হাই কোর্ট। মামলা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মহম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাই কোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement