Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

১০ দিন পর বাংলাদেশে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, এখনও ‘বন্ধ’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়।

4G Mobile internet will be restored in Bangladesh from today 3 pm
Published by: Paramita Paul
  • Posted:July 28, 2024 12:49 pm
  • Updated:July 28, 2024 1:36 pm  

সুকুমার সরকার, ঢাকা: ছন্দে ফিরছে বাংলাদেশ। টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। রবিবার, ২৮ জুলাই বিকেল তিনটে থেকে সারা দেশে ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। রবিবার একথা জানিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্য, কোটা আন্দোলনে জেরবার বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিন প্রতিমন্ত্রী মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠকে বসেন। তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, “সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ থেকে সংযোগ চালু হচ্ছে। মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিনদিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।” উল্লেখ্য, ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। তবে এখনও বন্ধ রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক।

Advertisement

[আরও পড়ুন; ‘প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করুন’, ‘মন কি বাত’-এ আর্জি মোদির]

বলে রাখা ভালো, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনে রক্তাক্ত হয়েছে দেশের নানা প্রান্ত। শাসকদল আওয়ামি লিগের অভিযোগ, এই আন্দোলনে মুখোশের আড়ালে উসকানি দিয়েছে ও সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছে জামাত ও বিএনপি। যার ফলে এখনও পর্যন্ত ঝরেছে ১৯৭টি প্রাণ। এই আন্দোলনে ‘অগ্নি সংযোগ’ রুখতেই ১৭ জুলাই রাত থেকে গোটা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ড পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনে লাগাম পরতেই এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। চালু হচ্ছে মোবাইল ইন্টারনেটও। 

[আরও পড়ুন: নীতি আয়োগে মাইক বন্ধ ইস্যুতে মমতার পাশে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement