Advertisement
Advertisement

Breaking News

নির্বাচনী আধিকারিকের পর আওয়ামি লিগ নেতা, রাঙামাটিতে ফের খুন ৩

পাশাপাশি এলাকায় গুলি করে, কুপিয়ে নেতাদের খুনে অভিযুক্তরা অধরা৷

3 leaders of Awami league have been murdered in Rangamati

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 19, 2019 11:28 am
  • Updated:March 19, 2019 11:28 am  

সুকুমার সরকারঢাকা: চূড়ান্ত আতঙ্কের পরিস্থিতি বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটিতে৷ সোমবার সন্ধ্যায় বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ সেরে ফেরার পথে খুন হয়েছিলেন প্রিসাইডিং অফিসার-সহ অন্তত ৬ জন৷ মঙ্গলবার সকাল হতেই আরেক হত্যাকাণ্ড৷ বিলাইছড়ি উপজেলায় শাসকদল আওয়ামি লিগের ৩ নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷

দিনের আলোতেই পাহাড়ি  জনপদে  খুন  হলেন বিলাইছড়ি উপজেলার আওয়ামি লিগ সভাপতি সুরেশকান্তি তঞ্চঙ্গা। তাঁকে  গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ রাঙামাটির পুলিশ সুপার আলমগির কবীরের কথায়,‘ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আলিখেয়াং এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সুরেশকান্তি তঞ্চঙ্গ্যা ফারুয়া ইউনিয়ন থেকে নৌকায় করে বিলাইছড়িতে ফিরছিলেন। পথে একদল লোক তাঁকে ঘিরে ধরে, গুলি চালায়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷’ অন্যদিকে, প্রায় একই সময়ে সুনামগঞ্জ জেলায় আওয়ামি লিগের নেতা জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত জয়নাল আবেদিন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক। 

Advertisement

নির্বাচনী আধিকারিকদের গাড়িতে সন্ত্রাসবাদী হামলা, নিহত অন্তত ৬

 সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকা শহরের বাড্ডায় নিজের বাড়ির  কাছে দুষ্কৃতীদের গুলিতে আরও এক  যুবক খুন হয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, জুলহাস নামে ওই যুবককে দু’জন গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, জুলহাসের মৃত্যু হয়েছে৷ 

রাঙামাটি জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মহম্মদ মুসা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে। তবে এবিষয়ে জনসংহতি সমিতির কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ শহিদুল্লাহ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু অনুমান করতে পারেননি আওয়ামি লিগ নেতৃত্ব৷ আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জট খুলতে চাইছে পুলিশ৷ তবে পরপর খুনের ঘটনায় রাঙামাটিজুড়ে আতঙ্কের পরিবেশ৷ ওই এলাকা আদিবাসীদের অধিকার রক্ষার লড়াইতে তৈরি হওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কালক্রমে সেনা বিরোধী নানা কাজে লিপ্ত হয়৷ ফের তাদের সক্রিয়তা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছে শাসকদল আওয়ামি লিগ৷

ক্রাইস্টচার্চে সন্ত্রাসবাদী হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা ৮, আশঙ্কা বিদেশমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement