সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্তরে চাপের মুখে অবশেষে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুললেন নোবেলজয়ী আং সান সু কি। রোহিঙ্গা সমস্যা আরও ভালভাবে সামলানো যেত বলে মন্তব্য করলেন তিনি। বিশ্ববাসীর সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরার অপরাধে দুই সাংবাদিককে কারাদণ্ড দেয় মায়ানমার আদালত। এই পরিস্থিতিতে ওই দুই সাংবাদিকের পক্ষে মত জানান সু কি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকা উচিত মনে করলেও তাঁর দাবি, সরকারি গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেছে।
গত সপ্তাহে সাংবাদিক ওয়া লোন (৩২) ও ক্যাও সো য়ু (২৮)-কে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সেনা বাহিনীর অত্যাচারের তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার অভিযোগ আনা হয়েছে। যা সরকারি গোপনীয়তা আইনের পরিপন্থী। রোহিঙ্গা সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার জয়ী সু কি-র বিরুদ্ধে নির্লিপ্ত থাকার অভিযোগ ওঠে। নিজের দেশে শান্তি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তিনি কেন চুপ করে রয়েছেন, রাষ্ট্রসংঘের তরফে সেই প্রশ্ন ওঠে। যদিও কোনও পরিস্থিতিতেই মুখ খোলেননি তিনি। দুই সাংবাদিকের জেল হওয়ায় সু কি-র বিরুদ্ধে সমালোচনার সুর আরও তীব্র হয়। এর পরেই মায়ানমার সরকারের বিরুদ্ধে মুখ খোলেন সু কি। প্রসঙ্গত, সেনা বাহিনীর অত্যাচারে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
[ দেশে ফিরিয়ে আনা হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের, জানালেন হাসিনা ]
এদিকে সু কি-র বয়ানে বিশেষ আশার আলো দেখছেন না কূটনীতিবিদরা। তাঁরা মনে করছেন, জুন্টার প্রভাব কাটিয়ে উঠতে পারবেন না কাউন্সিলর। শরণার্থীদের ফিরিয়ে নিতে গেলে গদি হারাতে হবে তাঁকে। ফলে এই মুহূর্তে সমস্যার কথা স্বীকার করলেও রোহিঙ্গাদের স্বদেশ যাত্রা নিকট ভবিষ্যতে সম্ভব নয়। এদিকে ক্রমশ জোরাল হচ্ছে সু কি-র নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি। তবে এনিয়ে নোবেল কমিটির বক্তব্য, পুরস্কার জয়ের পর কে কী করছে তা দেখা এবং পুরস্কার ফিরিয়ে নেওয়া তাঁদের কাজ নয়।
[ ভারত-বাংলাদেশের মধ্যে চালু হবে ‘ইন্দো-বাংলা মৈত্রী পাইপলাইন’ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.