Advertisement
Advertisement
ব়্যাব

কক্সবাজারের টেকনাফে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম তিন ইয়াবা কারবারি

গত কয়েকমাসে ২৫০ জনের বেশি মাদক কারবারিকে খতম করেছে ব়্যাব।

3 ‘drug peddlers’ killed in Cox’s Bazar by the Rapid Action Battalion

ছবি: প্রতীকী।

Published by: Soumya Mukherjee
  • Posted:June 16, 2019 3:46 pm
  • Updated:June 16, 2019 3:46 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে মাদক-বিরোধী অভিযানের সময় খতম হল তিন ইয়াবা কারবারি। রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ হয়েছে তারা। মৃতরা হল কক্সবাজারের ঝিলংজার লেদা এলাকার দিল মহম্মদ (৪২), চৌধুরি পাড়ার রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের শহিদুল ইসলাম (৪২)। উভয়পক্ষের গুলির লড়াইয়ে জাহাঙ্গির এবং সোহেল নামে র‌্যাবের দুই সদস্যও আহত হন।

[আরও পড়ুন- রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজিবি-বিএসএফ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ঢালা এলাকায় তল্লাশি চালাচ্ছিল ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)। সেসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারীরা। পালটা জবাব দেন ব়্যাবের সদস্যরাও। এর জেরে খতম হয় তিন মাদক কারবারী। জখম হন ব়্যাব-এর দুই সদস্য। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, চারটি আগ্নেয়াস্ত্র এবং ২১টি গুলি উদ্ধার হয়েছে।

Advertisement

[আরও পড়ুন- প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেই যাতায়াত বাংলাদেশে]

রবিবার এই ঘটনার কথা জানান র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব। তিনি বলেন, “খবর পেয়ে ঢালা এলাকায় ইয়াবা উদ্ধার করতে গিয়েছিলেন র‌্যাব-এর সদস্যরা। সেসময় তাঁদের লক্ষ্য করে মাদক কারবারীরা গুলি চালায়। আত্মরক্ষার জন্য পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। পরে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারির মৃতদেহ উদ্ধার হয়। বন্দুকযুদ্ধে নিহতরা তালিকাভুক্ত ইয়াবা কারবারি। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত কয়েকমাস ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়াগায় মাদক বিরোধী অভিযান চলছে। এর জেরে এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মাদক কারবারি খতম হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement