সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে বদলার রাজনীতি! এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন পড়ুয়াকে বহিষ্কার করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানে হামলার অভিযোগ এনে বহিষ্কার করা হল তাঁদের। জানা গিয়েছে, ওই শিক্ষার্থীরা আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের সদস্য। উল্লেখ্য, ইউনুসের বাংলাদেশে আগেই নিষিদ্ধ হয়েছে ছাত্রলিগ।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, “১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট জমা দেন ওই কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। সেখানেই ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে সময় বিপ্লবী ছাত্রদলের উপর হামলার ঘটনায় ১২৮ জন পড়ুয়াকে শনাক্ত করা হয়েছে। সকলেই নিষিদ্ধ ছাত্রলিগের সদস্য বলে জানা গিয়েছে।
গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। স্বৈরতন্ত্র মুছে সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যদিও দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয় বদলার রাজনীতি। শুরু হয় আওয়ামি লিগের নেতা-মন্ত্রীদের ধরপাকড়, নির্যাতন, হত্যা। জীবিতদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এমনকী বর্তমান পরিস্থিতি দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের সেরা ক্রিকেট প্রতিভা সাকিব আল হাসান পর্যন্ত। অন্যদিকে মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ ছাত্রকে বহিষ্কার করা হল। যাঁরা আওয়ামি লিগের ছাত্র সংগঠনের সদস্য বলেই জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.