Advertisement
Advertisement
বাংলাদেশ

মার্কিন মুলুকে চব্বিশ ঘণ্টায় মৃত ১০ বাংলাদেশি, আতঙ্কে প্রবাসীরা    

এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

10 Bangladeshis die of corona in US in last 24 hours
Published by: Monishankar Choudhury
  • Posted:April 29, 2020 12:52 pm
  • Updated:April 29, 2020 12:52 pm  

সুকুমার সরকার, ঢাকা: করোনা ভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব। রীতিমতো হাঁটু গেড়ে বসে পড়েছে আমেরিকা। গত চব্বিশ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন বাংলাদেশের ১০ জন নাগরিক। এনিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হল।

[আরও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ইঙ্গিত শেখ হাসিনার]

২৮ এপ্রিল করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া ১০ বাংলাদেশি হলেন বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), মহম্মদ মফিজউদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), আলি হোসেন ব্যাপারি (৮৪), লোকনাথ সাহা (৫৬), মহম্মদ এবায়েদউল্লা  (৮২) কামরুল বাশার জামি ও মওলানা মহম্মদ ইউসুফ (৬০)। এদিকে, আমেরিকায় করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়য়েছে ১০ লক্ষ ৩৫ হাজার। এ ছাড়া দেশটিতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ৫৯ হাজারের বেশি। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ২৮ এপ্রিল তাঁর রাজ্যে মৃত্যুর তালিকায় ৩৩৫ জনের নাম যুক্ত হয়েছে বলে জানান। নিউ ইয়র্কে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে সতেরো হাজার পেরিয়ে গিয়েছে। তবে হাসপাতালে ভরতির সংখ্যা দিনে এক হাজারের কমে নেমে এসেছে। ৩৩৫ জনের মৃত্যুকেও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ৩৩৫টি পরিবার এক দিনেই আপনজন হারিয়েছে।  এমন বেদনার যাত্রার দ্রুত অবসান হবে।

Advertisement

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সৌদি আরবে এখনও পর্যন্ত করোনায় ৪৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে, বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রীতিমতো চাপ তৈরি হয়েছে স্বাস্থ্য পরিষেবার উপর। অভাব দেখা দিয়েছে করোনা পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জামের। সদ্য, করোনা ভাইরাসের মোকাবিলায় গোটা বিশ্বকে একজোট হওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনীতি এবং জীবনযাত্রায় করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপগুলি তুলে ধরেন তিনি।

[আরও পড়ুন: করোনায় বিপাকে প্রবাসীরা, সৌদি আরবে মৃত ৪৫ বাংলাদেশি নাগরিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement