সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার প্রতীকী মূর্তি বসেছিল অযোধ্যায় মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে। যে প্রক্রিয়াকে ‘পরিসর ভ্রমণ’ বলেন পুরোহিতরা। বৃহস্পতিবার ভোরে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হল গর্ভগৃহে। ‘গৃহপ্রবেশে’র আগে একদফা পুজো হয় ভগবানের। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢুকলেন রামলালা।
শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র বলেন, ভোরে রামলালার গৃহপ্রবেশ হয়েছে। বৃহস্পতিবারই গর্ভগৃহে মূর্তি স্থাপিতও হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ট্রাকে করে বিরাট রামমূর্তি আনা হয় মন্দিরে। মঙ্গলবার ‘পরিসর ভ্রমণে’র পাশাপাশি কৈলাশ পূজনও হয়। নৃপেন্দ্র মিশ্র জানান, ২২ তারিখে প্রাণ প্রতিষ্ঠার পরে সাতদিন ধরে পুজো চলবে। ১২১ জন আচার্য যাবতীয় নিয়ম পালন করবেন। ২২ তারিখ বেলা ১২টা বেজে ২০ নাগাদ শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান।
#WATCH | Ayodhya, UP: The idol of Lord Ram was brought inside the sanctum sanctorum of the Ram Temple in Ayodhya.
A special puja was held in the sanctum sanctorum before the idol was brought inside with the help of a crane. (17.01)
(Video Source: Sharad Sharma, media in-charge… pic.twitter.com/nEpCZcpMHD
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 18, 2024
উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অনুষ্ঠানে রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি প্রমুখ। থাকবেন বিজ্ঞানী, সমজাকর্মী, সাধু সন্তরাও। সর্বমোট আমন্ত্রিতের সংখ্যা ৭ হাজার জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.