Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘২২ জানুয়ারি স্বয়ং ভগবান রাম দর্শন দেবেন’, অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগে বার্তা মোদির

মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ব্রত শুরু করেছেন, জানালেন মোদি।

PM Modi's message ahead of Prana Pratishtha | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 15, 2024 8:24 pm
  • Updated:January 15, 2024 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “২২ জানুয়ারি স্বয়ং ভগবান রাম দর্শন দেবেন আমাদের! আমি ভাগ্যবান যে প্রাণপ্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ পেয়েছি।” সোমবার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কদিন বাদেই অযোধ্যা নগরীতে মহা আয়োজন। ইতিহাস গড়তে সেজে উঠছে সরযূ তীরের বিরাট মন্দির। তার আগে রামমন্দির নিয়ে উষ্ণতা বাড়ালেন মোদি। ঠিক কী বলেছেন তিনি?

সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ উপভোক্তাদের একটি অনুষ্ঠান যোগ দেন মোদি। সেখানেই বলেন, ‘আর কিছু দিন পরে আগামী ২২ জানুয়ারি, ভগবান রাম তাঁর বিশাল মন্দিরে আমাদের দর্শন দেবেন। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, কারণ আমাকে অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানও ইতিমধ্যে শুরু করেছি।’’

Advertisement

 

[আরও পড়ুন: প্রয়াত অমিত শাহর বোন, সমস্ত কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী]

সরকারি অনুষ্ঠানেও যখন রামলালা তথা রামমন্দির নিয়ে বার্তা দিচ্ছেন মোদি, তখন প্রধানমন্ত্রীকে তোপ দাগছে বিরোধীরা। কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ার বলেন, ”মোদি যেভাবে ব্যক্তিগত ভাবে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন, যে বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন হিন্দুদের চার শীর্ষ ধর্মগুরু, এই বিষয়টা তাঁকে সমস্যায় ফেলবে। এর মূল্য চোকাতে হবে।” সেইসঙ্গে তিনি বলেন, ”অধিকাংশ হিন্দু, অন্তত ৫০ শতাংশ কখনওই হিন্দুত্বের জন্য ভোট দেয় না।” লোকসভা ভোটই অবশ্য এই তর্জার উত্তর দেবে।

 

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement