সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর মার্কিন মুলুকেও রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের পারদ চড়ছে। আগেই জানা গিয়েছিল, আনুষ্ঠানিক উদ্বোধনের সরাসরি সম্প্রচার হবে ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে। এবার জানা গেল, ২২ জানুয়ারির আগেই আমেরিকার (America) ১০টি প্রদেশে স্থাপিত হচ্ছে ৪০টি জায়েন্ট বিলবোর্ড। যেখানে রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক বার্তা দেওয়া হচ্ছে।
বিলবোর্ডে রামমন্দির উদ্বোধনের প্রচারের চালাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রবাসী হিন্দুরা। ১০টি প্রদেশে ৪০টি অতিকায় বিলবোর্ড লাগানো হচ্ছে বলেই খবর। ওই বিলবোর্ডগুলিতে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হচ্ছে রামমন্দির। ওই দিন প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। ভিএইচপির আমেরিকা শাখা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিলবোর্ড বসছে টেক্সাস, ইল্লিনোয়িস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, জর্জিয়াতে। আগামী ১৫ তারিখের মধ্যে অ্যারিজোনা, মিসোউরিতেও তা স্থাপন করা হবে।
ভিএইচপির আমেরিকার সাধারণ সম্পাদক অমিতাভ মিত্তালের দাবি, রামমন্দির উদ্বোধনের মতো ঐতিহাসিক ঘটনা জীবনে একবারই আসে। তাই ভারতের মতো আমেরিকাতেও রামভক্তদের উষ্ণতার পারদ চড়ছে। গোটা আমেরিকাতেই ২২ জানুয়ারি একাধিক অনুষ্ঠান শামিল হবেন প্রবাসী হিন্দুরা। বিভিন্ন প্রদেশে পায়ে হেঁটে, গাড়িতে মিছিলের আয়োজন করা হয়েছে। এখনে সকলে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় রীতিমতো মহোৎসবের আয়োজন করেছে রাম জন্মভুমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। সেই মহৎসবে যেমন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) থাকবেন, তেমনি থাকবেন দেশের প্রথম সারির সেলিব্রিটিরা। কিন্তু শুধু সেই মূল অনুষ্ঠান নয়। ওই দিনটাকে গোটা দেশের জন্যই বড়সড় ইভেন্টে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় দাঁড়িয়ে দেশের ১৪০ কোটি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, ২২ জানুয়ারি দেশজুড়ে হোক অকাল দীপাবলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.