একদিনের ক্রিকেটে ৪৭তম শতরানের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন বিরাট কোহলি। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) বলে প্রথম ম্যাচে আউট হতেই উঠে গিয়েছিল ‘গেল গেল রব’। বিরাট কোহলি (Virat Kohli) নাকি পাকিস্তানের (Pakistan) পেস বোলারকে খেলতে গিয়ে নাকি খেই হারিয়ে ফেলেছিলেন। তবে ফের একবার সবাইকে ভুল প্রমাণিত করলেন ‘কিং কোহলি’ (King Kohli)। চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে বাবর আজমের (Babar Azam) বোলারদের বুঝে নিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। কেএল রাহুলের (KL Rahul) পর এই ম্যাচে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে কোহলির ব্য়াট থেকে এল শতরান। একই সঙ্গে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান সেরে নিলেন ‘কিং কোহলি’। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
হ্যারিস রউফকে হারিয়ে এমনিতেই চাপে ছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা গত ম্যাচের মতো পারফর্ম করতে পারেননি। সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করলেন বিরাট। রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন। সোমবার রিজার্ভ ডে-র দিনে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট শুরু করেন। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাক বোলারা দাঁড়াতেই পারেননি।
স্বভাবতই স্বামীর এই সাফল্যে গর্বিত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। বরাবরের মতো এবারও বিরাটের পাশে দাঁড়ালেন অনুষ্কা। ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের অভিনেত্রী লিখেছেন, ‘টপ নক ফর টপ ম্যান।’ তাঁর সেই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন বিরাট। টপকে গেলেন শচীন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই মাইলস্টোন গড়লেন তিনি। এরপরের বলেই সিঙ্গলস নিয়ে শতরান পূরণ করেন ‘কিং কোহলি’। একইসঙ্গে একদিনের ক্রিকেটে ৪৭তম শতরান সেরে ফেললেন ভারতীয় দলের মহাতারকা। ফলে ৫০ ওভারের ক্রিকেটে আর দুটি শতরান করলেই শচীনকে ছুয়ে ফেলবেন বিরাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.