Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023 India Pakistan Babar Azam

IND vs PAK, Asia Cup 2023: শাহিন-হ্যারিসদের সঙ্গে আরও এক পেসার, মহাযুদ্ধের ২৪ ঘণ্টা আগে প্রথম একাদশ ঘোষণা করল বাবরের পাকিস্তান

দেখে নিন পাকিস্তানের প্রথম একাদশ।

IND vs PAK, Asia Cup 2023: Pakistan captain Babar Azam announce playing XI ahead of Team India clash। Sangbad Pratidin

দেখে নিন পাকিস্তানের প্রথম একাদশ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 9, 2023 9:57 pm
  • Updated:September 9, 2023 11:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে নামার আগে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করে দিল পাকিস্তান (Pakistan)। টসের সময় পর্যন্ত অপেক্ষা নয়, ম্যাচের আগের দিনই চূড়ান্ত একাদশ ঘোষণা করে দিলেন বাবর আজম (Babar Azam)। এবার রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে এই ম্যাচে পাকিস্তান দলে বদল হবে নাকি শেষ ম্যাচেরই প্রথম একাদশ অরিবর্তিত থাকবে, সেটা নিয়ে সাংবাদিক বৈঠকে কোনও কিছু স্পষ্ট কিছু বলেননি পাক অধিনায়ক। তবে রাতের দিকে সোশ্যাল মিডিয়াতে প্রথম একাদশ ঘোষণা করে দি‌ল পাকিস্তান। বাংলাদেশ ম্যাচের দলই অপরিবর্তিত রাখল পাক টিম ম্যানেজেমন্টকে।

পাঁচ নম্বরে সম্ভবত খেলবে‌ন আঘা সলমনই। সলমন দু’টি ম্যাচেই রান না পাওয়ায় আলোচনায় আছেন তিনি। শাকিলকে নিয়ে ভাবনা থাকলেও তাঁকে রবিবারের ম্যাচে খেলানোর সম্ভাবনা কম ছিলই। টিম লিস্টেও জায়গা হল না। বিরাট কোহলি-শুভমান গিলদের হারাতে পেস অ্যাকাটই বাবর আজমের অস্ত্র হতে চলেছে। আর তাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফের সঙ্গে এবার জুড়ে গেলেন ফাহিম আশরাফ।

Advertisement

[আরও পড়ুন: বাবর আজমে মজে ভারতের ড্রেসিংরুম! পাক মহারণের আগে শুভমানের মুখে চমকে দেওয়া বয়ান]

 

রবিবার নামার আগে শাহিন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যে কোনও ম্যাচই বিশেষ অনুভূতির। তার পরেই হুঙ্কার, নিজের সেরাটা দেওয়া এখনও বাকি। গ্রুপে ভারতের বিরুদ্ধে ম্যাচে চার উইকেট নিয়েছিলেন। রবিবার নিজেকে ছাপিয়ে যেতে মরিয়া শাহিন। গ্রুপ পর্বে ভারতের ব্যাটিংকে আরও একবার নাস্তানাবুদ করেন শাহিন আফ্রিদি। পাক বোলারদের সামনে ভারতের ব্যাটিংয়ের দুরবস্থা আরও একবার প্রকট হয়েছিল।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ।

[আরও পড়ুন: সুপার ফোরের মহারণের আগে টিম ইন্ডিয়াকে চাপে রাখলেন বাবর, কিন্তু কীভাবে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement