Advertisement
Advertisement
Virat Kohli Novak Djokovic

Virat Kohli, IND vs PAK: ১৩ হাজারি বিরাটের সঙ্গে জকোভিচের তুলনা করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার

বিরাট নাকি জোকারের মতো!

IND vs PAK, Asia Cup 2023: Dinesh Karthik compares Virat Kohli to Novak Djokovic। Sangbad Pratidin

বিরাট নাকি জোকারের মতো!

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 12, 2023 3:25 pm
  • Updated:September 12, 2023 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ‘কিং কোহলি’ (King Kohli) বলেই ক্রিকেট দুনিয়া চেনে। এবার সেই বিরাট কোহলিকে (Virat Kohli) আর এক কিংবদন্তি নোভাক জকোভিচের (Novak Djokovic) সঙ্গে তুলনা করা হল। চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৯৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। তাঁর ও কেএল রাহুলের (KL Rahul) শতরানের সৌজন্যে পাক বোলিংয়ের বিরুদ্ধে ২ উইকেটে ৩৫৬ রান করেছিল ভারত। এরপর কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিন ম্যাজিকের সামনে হার মানে বাবর আজমের (Babar Azam) দল। ১২৮ রানে বিপক্ষকে অলআউট করার সুবাদে পাকিস্তানকে ২২৮ রানে হারায় ভারত। এরপরেই বিরাটকে সার্বিয়ার (Serbia) মহাতারকার সঙ্গে তুলনা করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

একদিকে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বসে আছেন জকোভিচ। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের সৌজন্যে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করলেন বিরাট। একইসঙ্গে বিশ্বের পঞ্চম ও ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের নামের পাশে ১৩ হাজার রান লিখিয়ে নিলেন তিনি। এর পাশাপাশি ৫০ ওভারের ফরম্যাটে ৪৭তম শতরান তো আছেই। ফলে আর তিনটি শতরান করতে পারলেই ‘আইকন’ শচীন তেন্ডুলকরকে টপকে যাবেন ‘কিং কোহলি’। ১৩ হাজার রান ও ৪৭টি শতরানের নজির গড়তে বিরাট ২৬৭টি ইনিংস নিয়েছেন। সেখানে শচীনের লেগেছিল ৩২১ ইনিংস।

Advertisement

[আরও পড়ুন: পাক বধ করে সেলিব্রেশনের মেজাজে টিম ইন্ডিয়া, পুলের মধ্যেই নাচ বিরাট-রোহিতদের!]

কার্তিক এই পরিসংখ্যান মনে করিয়ে বলেন, “২৬৭টি ইনিংসে এমন মাইলস্টোন গড়া অবিশ্বাস্য! আমার তো মনে হয় এই মুহূর্তে বিরাটকে শুধু জকোভিচের সঙ্গে তুলনা করা উচিত। মনে রাখতে হবে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের যুগেও কিন্তু জকোভিচ দাপট দেখিয়েছিল। বিরাটের কীর্তিও তেমনই।”

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচের কথা। শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) বলে প্রথম আউট হতেই তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছিল। বিরাট নাকি চিরপ্রতিদ্বন্দ্বী দলের পেস বোলারকে খেলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলেন। তবে ফের একবার সবাইকে ভুল প্রমাণিত করলেন ‘কিং কোহলি’। চলতি প্রতিযোগিতার সুপার ফোরের লড়াইয়ে বাবর আজমের (Babar Azam) বোলারদের বুঝে নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। কেএল রাহুলের (KL Rahul) পর এই ম্যাচে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে কোহলির ব্য়াট থেকে এল শতরান। ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সুবাদে পেলেন ‘ম্যাচের সেরা’ পুরষ্কার। মারকুটে ইনিংসে মারলেন ৯টি চার ও ৩টি ছক্কা।

আর তাই কার্তিক যোগ করলেন, “রেকর্ড ভাঙার জন্যই হয়। তবে বিরাটের এই মাইলস্টোন অন্য পর্যায়ে চলে গিয়েছে। ২৬৭টি ইনিংসে ১৩ হাজার রান মুখের কথা নয়। শচীনকে টপকে বিরাট ইতিমধ্যেই সেই কীর্তি গড়েছে।”

[আরও পড়ুন: কেন বিরাটকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হবে? মেজাজ হারালেন গম্ভীর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement