Advertisement
Advertisement
IND vs PAK Babar Azam Rohit Sharma

IND vs PAK, Asia Cup 2023: সুপার ফোরের ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে রোহিতদের হুঙ্কার দিলেন বাবর আজম

ফের একবার ভারত-পাক মহারণ।

IND vs PAK, Asia Cup 2023: Confident Pakistan ready to give 100 percent vs India, says Babar Azam। Sangbad Pratidin

বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ধুয়ে যাওয়ার পর এভাবেই গোমরা মুখে হাত মিলিয়েছিলেন রোহিত ও বাবর। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 7, 2023 1:46 pm
  • Updated:September 7, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে ২৬৬ রান করার পরেও কি টিম ইন্ডিয়া (Team India) জিততে পারত? নাকি দারুণ বোলিং করার পর ব্যাটিংইয়েও নজর কাড়তে পারত পাকিস্তান (Pakistan)? এই প্রশ্নের উত্তর পাওয়া বেশ কঠিন। তবে চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) প্রথম রাউন্ডের ‘মাদার অফ অল ব্যাটল’ বৃষ্টির জন্য ধুয়ে গেলেও, আগামী রবিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর ফের একবার বাইশ গজের যুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) দলের বিরুদ্ধে বাবর আজমদের (Babar Azam) ডুয়েল। সুপার ফোরের লড়াইয়ে নামার আগে ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে হুঙ্কার দিলেন পাক অধিনায়ক।

বাংলাদেশকে সাত উইকেটে হারানোর পর বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। সাংবাদিক বৈঠকে বাবর আজমকে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সটান বলে দেন, “বাংলাদেশের বিরুদ্ধে আমরা যে মেজাজে খেলেছি, ঠিক সেই আগুনে মেজাজ নিয়েই ভারতের বিরুদ্ধে খেলতে নামব। চলতি প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে আমরা যে ভাবে প্রতি ম্যাচে ১০০ শতাংশ উজাড় করে দিচ্ছি, ঠিক সে ভাবেই বাকি ম্যাচগুলোতেও পারফর্ম করব। চাপমুক্ত হয়ে মাঠে নামব।”

Advertisement

[আরও পড়ুন: সুযোগ পাননি বিশ্বকাপে, এবার ভিনদেশে খেলতে গেলেন চাহাল]

শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফের দাপটে প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ঈশান কিষান ও হার্দিক পাণ্ডিয়া রুখে না দাঁড়ালে ভারতের ইনিংস আরও কম রানে গুটিয়ে যেতে পারত। সেটা মনে করিয়ে বাবর ফের যোগ করেন, “বৃষ্টির জন্য সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের মনসংযোগে ব্যাঘাত ঘটেছে বলে আমি মনে করি না। বরং আমার ধারণা আমাদের বোলাররা দারুণ বোলিং করেছিল। স্কোরবোর্ড দেখলে সেটাই বোঝা যায়। ভারতের বিরুদ্ধে ফিরতি ম্যাচে সেই খুনে মানসিকতা নিয়েই খেলব।”

চলতি এশিয়া কাপে ভারতীয় দল এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স করতে পারেনি। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জিতলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং একেবারেই আহামরি ছিল না। ফিরতি ম্যাচে কি বিরাট কোহলির ব্যাটে দল ঘুরে দাঁড়াবে? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: বিশ্বকাপের পরে কি জোড়া কোচ পাবে ভারত? দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement