Advertisement
Advertisement
Asia Cup 2023 Team India Virat Kohli

Virat Kohli, Asia Cup Final 2023: মেগা ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও

বড় রানের অপেক্ষায় বিরাট।

Asia Cup Final 2023: Virat Kohli taken aback by super sopper operator, video gone viral। Sangbad Pratidin

ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট কোহলি। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 16, 2023 5:40 pm
  • Updated:September 16, 2023 5:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মেগা ফাইনালে নামার আগে বরাত জোরে বাঁচলেন বিরাট কোহলি (Virat Kohli)। হ্যাঁ ঠিকই পড়ছেন। চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ম্যাচ চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) দলের জন্য সুখবর হল ‘কিং কোহলি’ (King Kohli) আঘাত পাননি। তবে বিরাট চোট না পেলেও, সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

কিন্তু কী ঘটেছিল?

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে মেগা ফাইনালের আগে টাইগার্সদের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সবেমাত্র শ্রীলঙ্কার ব্যাটিং শেষ হয়েছে। ভারতীয় দল ফিল্ডিং করতে নামবে। দল ফিল্ডিং করতে নামবে। ঠিক এমন মাঠের সাইডলাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন তিনি। এমন সময় তাঁর কাছে চলে সুপার সপার। মাঠ শুকিয়ে ফেলার সেই গাড়ি যখন বিরাটের কাছে চলে আসে, ঠিক সেই সময় লাফিয়ে উঠে নিজেকে বাঁচান বিরাট।

 

[আরও পড়ুন: মেগা ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি ! রিজার্ভ ডে-তে খেলা না হলে জিতবে কে?]

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট না খেললেও চর্চায় চলে এসেছিলেন। প্রথম জলপানের বিরতির সময় দেখা যায়, বাউন্ডারির ধারে দাঁড়িয়ে বিরাট ও মহম্মদ সিরাজ। দ্বাদশ ব্যক্তির জার্সি পরেছিলেন বিরাটেরা। আম্পায়ার জলপানের বিরতির ইশারা করার পরেই মাঠে ঢোকেন তাঁরা। বিরাটকে অদ্ভুত কায়দায় দৌড়তে দেখা যায়। হাসতে হাসতে দলের দিকে যান তিনি। পিছনে পিছনে দৌড়ন সিরাজও। ক্রিকেটারেরা জল খাওয়ার পরে আবার ডাগআউটে ফিরে যান তাঁরা।

এবারের প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন বিরাট। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে মাত্র ৩ রানে ফিরে যান। এবার মেগা ফাইনালের অপেক্ষা। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে বিরাটের ব্যাট থেকে বড় রান আসে কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘জাদেজা রান না পেলে বিশ্বকাপে ভারত ডুববে!’ স্পষ্ট জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement