Advertisement
Advertisement

Breaking News

Team India Ravindra Jadeja Asia Cup Final 2023

Ravindra Jadeja, Asia Cup Final 2023: ‘জাদেজা রান না পেলে বিশ্বকাপে ভারত ডুববে!’ স্পষ্ট জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

কবে রানের মুখ দেখবেন রবীন্দ্র জাদেজা?

Asia Cup Final 2023: Ravindra Jadeja not scoring runs with the bat an issue for Team India, says Dinesh Karthik। Sangbad Pratidin

মুস্তাফিজুর রহমানকে মারতে গিয়ে এভাবেই বোল্ড করেছিলেন রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 16, 2023 3:01 pm
  • Updated:September 16, 2023 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বল হাতে প্রতি ম্যাচেই কামাল করছেন। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৬ রানে হারলেও একদিনের ক্রিকেটে ২০০ উইকেট-২০০০ রান করে মাইলস্টোন গড়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে একইসঙ্গে এটাও ঠিক ‘স্যর জাদেজা’-র লাগাতার রানের খরা চলছে। তেমনটা চললে শুধু এশিয়া কাপের ফাইনাল (Asia Cup Final 2023) নয়, আসন্ন বিশ্বকাপেও (ICC ODI World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) সমস্যা বাড়বে। সেটা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মোক্ষম সময় ১২ বলে ৭ রানে আউট হন জাদেজা। চলতি প্রতিযোগিতার তিন ম্যাচে তাঁর রান মাত্র ২৫। দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে মারতে গিয়ে মুস্তাফিজুর রহমান তাঁকে বোল্ড করে দেন। জাদেজার আউট হওয়ার ধরণ দেখেই ভারতের প্রাক্তন উইকেটকিপার বলেন, “জাদেজাকে এবার নিজের ব্যাটিং নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। টেস্ট ক্রিকেটে ওর পারফরম্যান্স ভালো হলেও, সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই রান পাচ্ছে না জাদেজা। বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে এটা মোটেও ইতিবাচক বিজ্ঞাপন নয়। যদিও আমার ধারণা নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে জাদেজা এশিয়া কাপের ফাইনাল ও বিশ্বকাপে ব্যাট হাতে ঘুরে দাঁড়াবে।”

Advertisement

[আরও পড়ুন: মাইলস্টোন গড়ার দিনেও জাদেজার মন খারাপ! কিন্তু কেন?]

শুধু চলতি প্রতিযোগিতা নয়, গত এক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে জাদেজার ব্যাটে বড় রান নেই। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত ১১টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৮ রান। তাঁর ঝুলিতে একটিও অর্ধ শতরান নেই। স্ট্রাইক রেট মাত্র ৫৬। যা দলের জন্য খুবই চিন্তার বিষয় বলে মনে করেন কার্তিক। তিনি আরও বলেন, “জাদেজা দলের অন্যতম ম্যাচ উইনার। খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও রান পেলেই ভারত জিতেছে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাদেজা বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিল। ভারত ট্রফি জিতেছিল। তাই আমার মতে জাদেজার রান করা খুবই জরুরি। সেটা না হলে ভারতীয় দলের সমস্যা বাড়বে।”

রান না করার জন্য দলের মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে। সেটা নিজেও মেনে নিয়েছিলেন জাদেজা। টাইগার্সদের বিরুদ্ধে ম্যাচ চলার সময় তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত। জাদেজাকে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলে দেন, “গত কয়েকটি ম্যাচে একেবারেই ভালো ব্যাট করিনি। দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা ঠিক নয়। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। কারণ সব ফরম্যাটেই লোয়ার অর্ডারে দল আমার উপর ভরসা করে। তাই বাড়তি দায়িত্ব নিতেই হবে।”

[আরও পড়ুন: একদিনের ক্রিকেটে ২০০ উইকেট-২০০০ রান, কপিলের পাশে নাম লেখালেন জাদেজা]

জাদেজা ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়া মাত্রই অলরাউন্ডার হিসেবেও দুর্দান্ত এক নজির গড়েছেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের গণ্ডি টপকান তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে কপিল দেব এমন নজির গড়েছিলেন। ৫০ ওভারের ক্রিকেটে কপিল ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান সংগ্রহ করেছিলেন। জাদেজা ২০০টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ১৮২টি ম্যাচে এখনও পর্যন্ত ২৫৮৫ রান করেছেন। সেই জাদেজা কি এবার ব্যাটার হিসাবে নিজেকে মেলে ধরতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement