Advertisement
Advertisement
Team India Axar Patel Wasington Sundar Asia Cup 2023

Asia Cup Final 2023, IND vs SL: মেগা ফাইনালের আগে ব্যাপক চাপে রোহিত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার! বদলি কে?

ফাইনালের আগে সমস্যায় ভারত!

Asia Cup Final 2023, IND vs SL: Washington Sundar to link up with Team India squad for Axar Patel, find out why। Sangbad Pratidin

ফাইনালের আগে রোহিত শর্মার উপর চাপ বাড়ছে। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 16, 2023 1:42 pm
  • Updated:September 16, 2023 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কাকে (Sri Lanka) সুপার ফোরের লড়াইয়ে হারিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ করছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু দাসুন শনাকাদের (Dasun Shanaka) বিরুদ্ধে এশিয়া কাপের মেগা ফাইনালে (Asia Cup Final 2023) নামার আগে জোড়া সমস্যায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৬ রানে হারের সঙ্গে এবার চোট পেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। মনে করা হচ্ছে ফাইনালে অনিশ্চিত অক্ষর। আর তাই ১৭ সেপ্টেম্বর মাঠে নামার আগে ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) ডেকে পাঠানো হল।

শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৭ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি চাপের মুখে ৩৪ বলে ৪২ রান করেছিলেন অক্ষর। তবে শাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যাট করার বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। ফলে তাঁর জায়গায় দেশকে থেকে তরুণ অলরাউন্ডারকে উড়িয়ে আনা হয়েছে।

Advertisement
Wasington Sundar and Axar Patel
ফাইনালের আগে অক্ষর প্যাটেলের জায়গায় দলে ওয়াসিংটন সুন্দর।

[আরও পড়ুন: ‘আমার ভুলেই বিশ্রী হার’, সত্যিটা মেনে নিলেন শুভমান]

এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা না পেলেও, আসন্ন এশিয়ান গেমসের দলে রয়েছেন ওয়াসিংটন। সেইজন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত শিবিরে ছিলেন তামিলনাড়ুর এই তরুণ ক্রিকেটার। রবিবার এশিয়া কাপ ফাইনালের পর আবার এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তিনি।

টাইগার্সদের বিরুদ্ধে লড়াই করার সময় শুভমান গিল এবং শার্দূল ঠাকুরের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় জুটিও তৈরি গড়েছিলেন। তবে ব্যাট করার সময় তাঁর বাঁহাতে চোট লেগেছিল। আর তাই অলরাউন্ডার অক্ষরের পরিবর্তে আর এক অলরাউন্ডার ওয়াশিংটনকে নিয়ে আসা হল। এহেন ওয়াসিংটন ফাইনাল খেলতে নামেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: চাপের মুখে ফের ব্যর্থ, সূর্যর ব্যাটিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement