Advertisement
Advertisement
Asia Cup 2023 Team India Mohammed Shami

Asia Cup 2023: ম্যাচ উইনার শামিকে বসিয়ে রাখা কতটা কঠিন? খোলসা করলেন পারস মাম্বরে

কবে মাঠে নামবেন মহম্মদ শামি?

Asia Cup 2023: It's not very easy to drop someone champion bowler like Mohammed Shami। Sangbad Pratidin

অনুশীলনে এভাবেই নিজেকে নিংড়ে দিচ্ছেন মহম্মদ শামি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 8:29 pm
  • Updated:September 14, 2023 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে তাঁর জুড়ি মেলা ভার। ৫০ ওভারের ফরম্যাটেও সমান সফল তিনি। ৯১টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে ১৬৩ উইকেট। বলের রং যাই হোক, লাল কিংবা সাদা। রান আপ নিয়ে দৌড় দিলে কেঁপে যান বিপক্ষের ব্যাটাররা। এহেন মহম্মদ শামি (Mohammed Shami) চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ম্যাচের পর ম্যাচ ড্রেসিংরুমে বসে আছেন। এখনও পর্যন্ত নেপাল (Nepal) ছাড়া আর কোনও ম্যাচই খেলার সুযোগ পাননি। শামির মতো চ্যাম্পিয়নকে বসিয়ে রাখা যে বেশ কঠিন সেটা মেনে নিলেন টিম ইন্ডিয়ার (Team India) বোলিং কোচ পারস মাম্বরে (Paras Mhambrey)।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। এর আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মাম্বরে। সেখানে মহম্মদ শামিকে দলের বাইরে রাখার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “যে যাই বলুক আমরা দলের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটাও ঠিক যে শামির মতো চ্যাম্পিয়নকে বসিয়ে রাখা মোটেও সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে শামির পারফরম্যান্স দুর্দান্ত। তাই ওর মতো বোলারকে সরাসরি গিয়ে বসিয়ে দেওয়ার কথা বলা বেশ কঠিন। তবে টিম কম্বিনেশনের স্বার্থে মাঝেমধ্যে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়।”

Advertisement

[আরও পড়ুন: বুমরাহের আগুনে কামব্যাকের জন্যই ভারত ফেভারিট, মনে করিয়ে দিলেন শামিদের বোলিং কোচ]

 

চলতি প্রতিযোগিতায় নেপাল ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে দু’বার ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একবার খেলতে নেমেছিল ভারতীয় দল। নেপালের বিরুদ্ধে আগুনে মেজাজে বোলিং করলেও, বাকি তিন ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। এমন প্রেক্ষাপটে শামির মতো সিনিয়র বোলারকে বোঝানো কতটা কঠিন? মাম্বরে যোগ করলেন, “সত্যি বলতে শামির মতো সিনিয়রকে বোঝানো খুবই কঠিন। তবে আমাদের ড্রেসিংরুমে সব ইস্যু নিয়েই খোলামেলা ভাবে আলোচনা হয়। তাই শামির মতো কাউকে বসিয়ে রাখতে হলে ওর সঙ্গে সরাসরি কথা বলে নেওয়াই ভাল। আর আমরা সেটাই করি।”

সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছেন কেএল রাহুল-শুভমান গিলরা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এমন ম্যাচে কি শামিকে ফের একবার খেলার সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: শাকিবদের বিরুদ্ধে নামার আগে কীভাবে পদ্মাপাড়ের দেশের মন জিতলেন ‘কিং কোহলি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement