এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির সৌজন্যে তিনদিনে দুটি ম্যাচ। পাকিস্তানকে (Pakistan) ২২৮ রানে হারানোর পর এবার সামনে শ্রীলঙ্কা (Sri Lanka)। বাবর আজমদের (Babar Azam) হারাতে লেগে গিয়েছিল দু’দিন। অবশ্য বৃষ্টির জন্যই রিজার্ভ ডে-তে খেলা গড়িয়েছিল। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর ফের দাসুন শনাকাদের (Dasu Shanka) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে টিম ইন্ডিয়া (Team India)। যদিও এই ম্যাচে কিন্তু রিজার্ভ ডে থাকছে না।
গত দু’দিনের মতো এদিনও প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর ৩টে থেকে ম্যাচ। সেই সময় ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরের এক ঘণ্টায় সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গিয়েছে। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা আরও কমবে। কিন্তু ম্যাচের পুরো সময় জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ম্যাচের মাঝে বৃষ্টির প্রভাব পড়তেই পারে। তবে ম্যাচ একেবারে হবে না এমন আশঙ্কা নেই। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ নির্ধারিত সময় বিকেল ৩টে থেকে শুরু হবে না। সময় কিছুটা পিছতে পারে।
টিম কম্বিনেশন নিয়ে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের চিন্তা আপাতত দূর হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচে চোট সারিয়ে ফিরেই শতরান করেছেন কেএল রাহুল। বিরাট কোহলি শতরান হাঁকানোর সঙ্গে গড়েছেন একাধিক মাইলস্টোন। রানের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল। জশপ্রীত বুমরাহও ছন্দে ফিরেছেন, যা বিশ্বকাপের আগে বাড়তি পাওনা। হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। শ্রীলঙ্কা পাথিরানা, থিকসানাদের বিরুদ্ধেও কি ছন্দ ধরে রাখতে পারবেন? সেটাই দেখার বিষয়।
তবে শেষ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। নিজেদের ম্যাচ জিতে দু’পয়েন্ট করে পেয়েছে দুটি দল। তবে নেট রানরেটের কারণে ভারত লিগ তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দু’ম্যাচে দু’পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান। বাংলাদেশ দু’টি ম্যাচ খেললেও জিততে পারেনি। তারা লিগ তালিকায় সকলের নীচে। ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই শাকিব আল হাসানদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.