Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023 Team India Bangladesh Ravindra Jadeja

Ravindra Jadeja: একদিনের ক্রিকেটে ২০০ উইকেট-২০০০ রান, কপিলের পাশে নাম লেখালেন জাদেজা

জাদেজার নতুন মাইলস্টোন।

Asia Cup 2023, IND vs BAN: Ravindra Jadeja joins Kapil Dev in elite list, becomes 7th Indian to achieve this milestone। Sangbad Pratidin

দাপটের সঙ্গে মাইলস্টোন গড়লেন রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 15, 2023 6:53 pm
  • Updated:September 15, 2023 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্য়াটেই ধারাবাহিকভাবে দারুণ ফর্মে রয়েছেন। তিনি টিম ইন্ডিয়ার (Team India) তুরুপের তাস। ক্রাইসিস ম্যান। এহেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবার চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে নজির গড়লেন। একদিনের ক্রিকেটে ২০০তম উইকেট নিলেন তারকা অলরাউন্ডার। টাইগার্সদের ব্যাটার শামিম হোসেনকে এলবি আউট করে জাদেজা এই ফরম্যাটে তাঁর ২০০তম উইকেটটি নিলেন। দেশের সপ্তম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটে নিলেন জাদেজা।

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার আগে জাদেজা ১৮১টি ওয়ান ডে ম্যাচের ১৭৪টি ইনিংসে বল করে ১৯৯টি উইকেট সংগ্রহ করেছিলেন। অর্থাৎ, ১৮২টি ম্যাচের ১৭৫টি ইনিংসে বল করে ২০০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জাদেজা।

Advertisement

[আরও পড়ুন: ‘সন্ত্রাস দমন না হলে দ্বিপাক্ষিক সিরিজ নয়’, ফের পাকিস্তানকে হুঙ্কার ভারতের]

A Special DOUBLE Hundred 👏👏

Well done, Ravindra Jadeja!

Follow the match – https://t.co/OHhiRDZM6W#TeamIndia | #AsiaCup2023 | #INDvBAN pic.twitter.com/9RZE0SUSYL

— BCCI (@BCCI) September 15, 2023

জাদেজা ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়া মাত্রই অলরাউন্ডার হিসেবেও দুর্দান্ত এক নজির গড়েন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের গণ্ডি টপকান তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে কপিল দেব এমন নজির গড়েছিলেন। ৫০ ওভারের ক্রিকেটে কপিল ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান সংগ্রহ করেছিলেন। জাদেজা ২০০টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত ২৫৭৮ রান (বাংলাদেশ ম্যাচের আগে পর্যন্ত) করেছেন।

এদিকে জাদেজা বিশ্বের ১৪ নম্বর অলরাউন্ডার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের ডুয়েল গড়লেন। তাঁর আগে মোটে ১৩জন ক্রিকেটার ৫০ ওভারের ফরম্যাটে ২০০ উইকেট ও ২০০০ রানের মাইলস্টোন গড়েছিলেন। কপিল দেব ছাড়া এই তালিকায় রয়েছেন সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), শাহিদ আফ্রিদি (পাকিস্তান), ওয়াসিম আক্রম (পাকিস্তান), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), চামিণ্ডা ভাস (শ্রীলঙ্কা), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), ড্যানিয়েল ভেত্তোরি (নিউজিল্যান্ড), আবদুল রাজ্জাক (পাকিস্তান), ক্রিস হ্যারিস (নিউজিল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড) এবং সদ্য প্রয়াত হিথ স্ট্রিক (জিম্বাবোয়ে)।

একদিনের ক্রিকেটে ভারতের জার্সিতে উইকেট সংগ্রহের রেকর্ডে জাদেজার আগে আছেন-১) অনিল কুম্বলে (৩৩৪টি উইকেট), ২) জাভাগল শ্রীনাথ (৩১৫টি উইকেট), ৩) অজিত আগরকর (২৮৮টি উইকেট), ৪) জাহির খান (২৮২টি উইকেট), ৫) হরভজন সিং (২৬৯ উইকেট) ও ৬) কপিল দেব (২৫৩টি উইকেট)।

[আরও পড়ুন: অনুশীলন করলেও কেন বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না শ্রেয়স? জেনে নিন আসল কারণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement