Advertisement
Advertisement
Asia Cup 2023 Team India Virat Kohli

Virat Kohli, Asia Cup 2023: শাকিবদের বিরুদ্ধে নামার আগে কীভাবে পদ্মাপাড়ের দেশের মন জিতলেন ‘কিং কোহলি’?

বিরাট ও তাঁর মহানুভবতা।

Asia Cup 2023: Bangladesh cricket fan gets amused after meeting with Indian batting star Virat Kohli। Sangbad Pratidin +

পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন বিরাট কোহলি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 5:09 pm
  • Updated:September 14, 2023 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এর আগে ফের একবার মহানুভবতার পরিচয় দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনিতে সুযোগ পেলেই শুধু নিজের দেশের সমর্থক নয়, একাধিক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীদেরও কাছে টেনে নেন ‘কিং কোহলি’ (King Kohli)। এবারও তেমন ভাবেই ফের একবার মহানুভবতার পরিচয় দিলেন তিনি।

পাকিস্তানের এক তরুণীর ভিডিও কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। তিনি বাবর আজমদের সমর্থক করলেও, তিনি কিন্তু বিরাটের একেবারে অন্ধ ভক্ত। এবার এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমী শোয়েব আলিও নাম লিখিয়ে ফেললেন। এবার ফেসবুকেএকটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে বিরাটের পাশে দাঁড়িয়ে একটি ছবিও পোস্ট করেন তিনি। একইসঙ্গে ভারতের মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন শোয়েব।

Advertisement

[আরও পড়ুন: দেশে ফিরে আসার বদলে চোট সারিয়ে অনুশীলনে নামলেন শ্রেয়স]

ইতিপূর্বে বিরাটের সামনে দিয়ে তিনি বেশ কয়েকবার যাতায়াত করেছেন। কিন্তু তিনি মনে করতেন বিরাট কখনই পাত্তা দেননি। শোয়েব নিজের মনেই আশঙ্কা করতেন যে পরিচয় দিলে হয়ত বিরাট তাঁর সঙ্গে ভাল ব্যবহার করবেন না। কিন্তু, অবশেষে তিনি নিজের পরিচয় বিরাটকে দেন। আর এরপরেই চমক ঘটে যায়। শোয়েব আলিকে নিজের বুকে জড়িয়ে ধরেন। বিরাটের এমন ব্যবহারে রীতিমতো স্তম্ভিত হয়ে যান শোয়েব। তিনি এই ছবি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, ‘এইজন্যই ও বিরাট কোহলি। মানুষের ভালোবাসার কোহলি।’

সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছেন কেএল রাহুল-শুভমান গিলরা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে তাতে কি! শাকিব আল হাসানের দেশের সমর্থককে বুকে জড়িয়ে মহানুভতার পরিচয় দিলেন বিরাট।

[আরও পড়ুন: বিশ্বক্রিকেটে বাবরের সিংহাসন দখলের পথে শুভমান! সামান্য পিছিয়ে রোহিত-বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement