‘আবাসনে আবাহন’ শহর ও শহরতলির আবসনের পুজোগুলির মধ্যে সেরার লড়াই। বাঙালির চিরকালীন বাড়ির পুজোর ট্র্যাডিশন মেনেই বর্তমানে আবাসনে আবাসনে মায়ের আবাহন। বনেদি বাড়ির পুজোর মতোই তা হয়ে উঠেছে বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিমাশৈলী, আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশ এবং সামগ্রিক রুচিশীলতায় আবাসনের পুজোগুলিও রীতিমতো নজরকাড়া। ঐতিহ্য আর আধুনিকতার মিশেল, ভালবাসা আর আন্তরিকতার উদযাপন এই আবাহনে। পুজোর সময় আবাসনের সকলের সম্মিলিত ভাবনায় নান্দনিক উৎকর্ষে দেখা মেলে বাঙালি মননেরই অপূর্ব প্রতিফলন। আবাসনগুলির সেই ভাবনা, শ্রম ও নিষ্ঠাকে এতদিন স্বীকৃতি জানিয়ে এসেছে ‘আবাসনে আবাহন’। এবারও তার ব্যতিক্রম নয়। পুজোর মরশুমে যখন বারোয়ারির মতো ধুন্ধুমার ফ্ল্যাটে ফ্ল্যাটেও, তখন জারি রইল সেরার সন্ধান।
আবাসনে আবাহনেই অনন্য হয়ে উঠুক বাঙালির শ্রেষ্ঠ সাংস্কৃতিক উদযাপন।
আবাসনের আবাহন-এ নতুন রং।
এবার জমজমাট সিঁদুরখেলা, সেনকো-র সুরে।
সেরা উদযাপনের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
Copyright © 2024 Pratidin Prakasani Pvt. Ltd. All rights reserved